Deepika Padukone-Katrina Kaif

‘ক্যাটরিনা কোনও কাজের নয়, কিছুই পারে না’! হঠাৎ কেন বললেন দীপিকা?

শূন্যে ঝুলছেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। এ দিকে ক্যাটরিনার তাতে উৎসাহ নেই। নীচে দাঁড়িয়ে ভিডিয়ো করে গেলেন বান্ধবীর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৭:০২
ক্যাটরিনা আর দীপিকা একসঙ্গেই জিমে যান!

ক্যাটরিনা আর দীপিকা একসঙ্গেই জিমে যান! ফাইল চিত্র।

ক্যাটরিনা কোনও কম্মের নন! নেটমাধ্যমে ফলাও করে সে কথা লিখলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ কী করেছেন তিনি? বোঝা গেল এক ভিডিয়ো থেকে। সে সময় শূন্যে দীপিকা। এরিয়াল যোগ করছিলেন নীল দোলনায়। ক্যাটরিনাই ভিডিয়ো তুলেছেন নীচে দাঁড়িয়ে। দীপিকার রাগের কারণ সেটিই। অনেক বার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তাঁর নাকি ‘মুড’ ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন ‘মস্তানি’।

Advertisement

সেই ভিডিয়ো দেখে হেসে খুন ঈশান খট্টর, বরুণ ধওয়ানের মতো তারকারা! কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করলেন, “দ্য মমি রিটার্নস?” দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিয়োর নীচে লিখলেন, “কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এ দিকে ক্যাটরিনাকে দেখুন! কোনও কাজের নয়। আমার ভিডিয়ো করে গেল গোটা সময়টা!” সেই পোস্টের নীচে অনেকেই জানালেন, কোনও এক দিন দীপিকা আর ক্যাটরিনাকে একসঙ্গে জিমে দেখতে চান।বর্তমানে ‘প্রজেক্ট কে’-এর কাজে ব্যস্ত দীপিকা। শাহরুখ খানের সঙ্গে ‘পঠান’-এও অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।

Advertisement
আরও পড়ুন