Malaika Arora

ছোটবেলার প্রেম ধরা দিল মঞ্চে! চোখে চোখ রেখেই এপি ঢিলোঁ বাহুডোরে বেঁধে নিলেন মালাইকাকে

মালাইকাকে দেখে গান গাওয়ার সময়ই যেন মুগ্ধ এপি ঢিলোঁ। তার কারণ, মালাইকা তাঁর জীবনের প্রথম প্রেম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০০
AP Dhillon sings for her crush Malaika Arora and hugs her on stage

মঞ্চেই মালাইকা ও এপি ঢিলোঁর উষ্ণ আলিঙ্গন। ছবি: সংগৃহীত।

চলতি বছরেই অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। বর্তমানে তিনি একাকী। কোনও সম্পর্কে নেই মালাইকা অরোরা। যদিও অনুরাগীদের প্রশ্ন, সত্যিই কি মালাইকার মনে নেই কোনও পুরুষ? এ সব জল্পনার মধ্যেই হঠাৎ প্রথম প্রেমের সঙ্গে সাক্ষাৎ মডেল-অভিনেত্রীর।

Advertisement

ডিসেম্বর যেন অলিখিত উৎসবের মরসুম। একের পর এক শিল্পীর কনসার্ট চলছে দেশের বিভিন্ন প্রান্তে। মুম্বইয়ে শনিবার অনুষ্ঠান করে গেলেন ইন্দো-ক্যানাডিয়ান শিল্পী এপি ঢিলোঁ। পঞ্জাবি গানের সঙ্গে সঙ্গে সঙ্গীতায়োজনে পাশ্চাত্যের ছোঁয়ার জন্য পরিচিত তাঁর গান। অনুষ্ঠান চলাকালীন তাঁর মঞ্চে হঠাৎ হাজির মালাইকা। হাঁটুর উপরে কালো জামা, পায়ে কালো হিল তোলা জুতো, খোলা চুল। চেনা লাস্যময়ী ভঙ্গিতেই ধরা দিলেন তিনি। গান গাইতে গাইতে মালাইকার চোখে চোখ রাখলেন এপি ঢিলোঁ। তার পরেই উষ্ণ আলিঙ্গন।

মালাইকাকে দেখে গান গাওয়ার সময়েই যেন মুগ্ধ এপি ঢিলোঁ। তার কারণ, মালাইকা তাঁর জীবনের প্রথম প্রেম। তাই সেই মুহূর্তের ভিডিয়ো ভাগ করে শিল্পী লিখলেন তাঁরই গানের কলি, ‘পেহলি পেয়ার দি পেহলি কহানি’। ছোটবেলা থেকেই নাকি মালাইকার অনুরাগী এপি ঢিলোঁ। তাই নিজের ছেলেবেলার ‘ক্রাশ’কে মঞ্চে ডেকে নিয়েছিলেন তিনি।

এপি ঢিলোঁর অনুষ্ঠানে বলিউড থেকে উপস্থিত ছিলেন ম্রুনাল ঠাকুর, ভূমি পেডনেকারও। তাঁরাও এই অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন।

৭ ডিসেম্বর থেকে এপি ঢিলোঁ শুরু করলেন তাঁর ‘টুর’। মুম্বই থেকে শুরু। এর পরে ১৪ ডিসেম্বরে নয়াদিল্লি ও ২১ ডিসেম্বর চণ্ডীগড়ে অনুষ্ঠান করছেন। এর আগে ২০২১ সালেও ভারতে অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন