nusrat jahan

Nusrat-Debasish: শিলাদিত্যের ছবিতে নুসরতের বিপরীতে ‘মন্দার’ দেবাশিস, ‘মাস্টারমশাই’ সুমন্ত

শিলাদিত্য আনন্দবাজার অনলাইনকে বৃহস্পতিবার জানিয়েছেন, ত্রিকোণের তৃতীয় বাহু দেবাশিস মণ্ডল

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২১:৩৬
দেবাশিস অভিনয় করবেন যশ-নুসরতের সঙ্গে।

দেবাশিস অভিনয় করবেন যশ-নুসরতের সঙ্গে।

শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’-এর ত্রিকোণমিতি সম্পূর্ণ। যশ দাশগুপ্ত-নুসরত জাহান সেই ত্রিকোণের দু’টি বাহু। তৃতীয় বাহুর খোঁজ চলছিল এত দিন। পরিচালক আনন্দবাজার অনলাইনকে বৃহস্পতিবার জানিয়েছেন, সেই তৃতীয় বাহু দেবাশিস মণ্ডল। যিনি অনির্বাণ ভট্টাচার্যের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘মন্দার’-এর কেন্দ্রীয় চরিত্র ম্যাকবেথ ওরফে ‘মন্দার’। এই সিরিজের মাধ্যমেই আপাতত দেবাশিস জনপ্রিয়তার তুঙ্গে। এ ছাড়াও থাকছেন সুমন্ত মুখোপাধ্যায়। শিলাদিত্যের কথায়, তাঁর ছবিতে ‘মাস্টারমশাই’ হিসেবেই দেখা যাবে প্রবীণ অভিনেতাকে।

তপন সিংহের জনপ্রিয় ছবি ‘আতঙ্ক’-এর ততধিক জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’। সেই সংলাপ শিলাদিত্যের ছবির নাম। প্রথম সারির পরিচালককে এ ভাবেই শ্রদ্ধা জানাতে চলেছেন এ কালের পরিচালক, এর আগে কথায় কথায় জানিয়েছিলেন শিলাদিত্য। তপন সিংহের ছবিতে ‘মাস্টারশাই’-এর চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে পর্দায় ভয় দেখিয়েছিলেন ‘ছাত্র’। ঘটনাচক্রে তিনিই এ বার মাস্টারমশাই!

Advertisement

সম্প্রতি ছবির লুক সেটের জন্য চিত্রগ্রাহক তথাগত ঘোষের স্টুডিয়োয় দেখা গিয়েছে যশ-নুসরতকে। তাঁদের একটি ছবি ইতিমধ্যেই জনসমক্ষে চর্চিত। ছবিতে যেহেতু কলেজ জীবন মুখ্য তাই জিন্স, শার্টেই ছবি তুলতে দেখা গিয়েছে দুই তারকাকে। শিলাদিত্য জানিয়েছেন, ২০০০ সাল তাঁর ছবিতে ক্যামেরাবন্দি হতে চলেছে। সেই অনুযায়ী সাজপোশাক হবে ছবির চরিত্রদের। পটভূমিকায় কলকাতা, কাশ্মীর এবং রাঢ় বাংলার কিছু অঞ্চল।

Advertisement
আরও পড়ুন