salman khan

Salman Khan: সলমনের ফ্ল্যাটে থাকতে চান? ভাড়া কত জানেন?

শিব আস্থান হাইটস নামে ওই বহুতলের ১৪ তলায় সলমনের ফ্ল্যাটটি ৭৫৮ স্কোয়্যারফিটের। অভিনেতা নিজে থাকেন ব্যান্ডস্ট্যান্ডের গ্যালাক্সি হাইটসে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২১:১১
ফ্ল্যাট ভাড়া দিলেন সলমন।

ফ্ল্যাট ভাড়া দিলেন সলমন।

নিজের একটি ফ্ল্যাট ভাড়া দিলেন সলমন খান। বলিউড সূত্রে খবর, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের এক বহুতলে ওই ফ্ল্যাটটির জন্য মাসে ৯৫ হাজার টাকা ভাড়া নিচ্ছেন ‘ভাইজান’। সলমন নিজে থাকেন ব্যান্ডস্ট্যান্ডের গ্যালাক্সি হাইটসে।

শিব আস্থান হাইটস নামে ওই বহুতলের ১৪ তলায় সলমনের ফ্ল্যাটটি ৭৫৮ স্কোয়্যারফিটের। জানা যাচ্ছে, গত ৬ ডিসেম্বর ৩৩ মাসের ভাড়ার চুক্তি সই হয়েছে। যে ব্যক্তি এই ফ্ল্যাটটি ভাড়া নেবেন, তিনি আগাম দিয়েছেন ২.৮৫ লক্ষ টাকা।

Advertisement

মুম্বই জুড়ে সলমনের একাধিক সম্পত্তি রয়েছে। সলমন খান ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের নামে ৮ লক্ষ ২৫ হাজার টাকায় একটি ডুপ্লে ভাড়া নিয়েছেন তিনি। মাকবা হাইটসের ১৭ এবং ১৮ তলা জুড়ে রয়েছে সেই ডুপ্লে। এ ছাড়াও পানভেলে একটি বাগান বাড়ি রয়েছে ‘টাইগার’-এর। প্রথম দফার লকডাউনের সময়ে সপরিবার সেখানেই ছিলেন সলমন।

Advertisement
আরও পড়ুন