Debashree Roy

Debashree: পড়ে গিয়ে কপালে চোট মায়ের, জন্মদিনে দেবশ্রী নিজেই পায়েস রেঁধে খাওয়ালেন মাকে

৬০ হতে ঢের দেরি। ২০২২-এর জন্মদিন তাঁকে ৬১-তে পৌঁছে দিয়েছে! আনন্দবাজার অনলাইনের কাছে অনুযোগ দেবশ্রী রায়ের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:৩২
 দেবশ্রী রায়।

দেবশ্রী রায়।

চলতি বছর জন্মদিনের আগেই বিপত্তি। পড়ে গিয়ে কপালে ভাল রকম চোট পেয়েছেন দেবশ্রী রায়ের মা আরতি রায়। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। দেবশ্রী বলেছেন, ‘‘বড়দির কাছে মা থাকেন। বাড়িতেই পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছেন। অনেক রক্তপাত হয়েছে। মা ৯২ ছুঁইছুঁই। দুর্ঘটনার পরে বেশ কাহিল হয়ে পড়েছেন।’’ এ বারের জন্মদিনে তাই মাকে নিজেই পায়েস রেঁধে খাইয়েছেন পর্দার ‘সর্বজয়া’।

ছোট থেকেই ঘরোয়া ভাবে পালিত হয় দেবশ্রীর জন্মদিন। জাতীয় পুরস্কারজয়ী নায়িকার কথায়, ‘‘একেবারে ছোটবেলায় মা কপালে চন্দন এঁকে সাজিয়ে দিতেন। সঙ্গে নতুন জামা। গলায় ফুলের মালা। নতুন জামার গন্ধেই মন ভরে যেত। নিয়ম করে প্রতি বছর স্টুডিয়োয় নিয়ে গিয়ে ছবি তোলাতেন মা।’’ একটু বড় হওয়ার পরে বাড়িতে খুব কাছের বন্ধু, আত্মীয়রা আসতেন। সবাই মিলে বসে খাওয়াদাওয়া হত। জনপ্রিয় নায়িকা হওয়ার পরেও কখনও এই বিশেষ দিনে পার্টি দেননি তিনি।

Advertisement

এ বছরে কী হল? দেবশ্রীর বক্তব্য, ‘‘অনেক বছর ধরেই মা আর পায়েস রাঁধতে পারেন না। ওটা খুবই মিস করি। এ বছর নিজেই পায়েস রেঁধে দিদির বাড়িতে গিয়েছিলাম। মাকে পায়েস খাওয়ালাম। এখন মা আমার সন্তান হয়ে গিয়েছেন! আড্ডাও দিলাম সবার সঙ্গে।’’ সঙ্গে ছোট্ট অনুযোগ, ‘‘এ বছর আমার ছ’বছর বয়স বাড়িয়ে দিয়েছে সংবাদমাধ্যম। এখনও ৬০ হতে দেরি আছে। ২০২২-এর ৮ অগস্ট জানাল, আমি নাকি ৬১!’’

Advertisement
আরও পড়ুন