Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: করিনা কপূরের নামে গাড়ি নথিভূক্ত, পুলিশের জালে প্রতারক

গাড়ির কাগজপত্র ঘেঁটে দেখা গিয়েছে, বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে করিনার বাবা রণধীর কপূরের নাম। ঠিকানা, মুম্বইয়ের বান্দ্রার এলাকার হিল রোড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৯
করিনার গাড়ি প্রতারকের কাছে!

করিনার গাড়ি প্রতারকের কাছে!

পুরনো জিনিস বিক্রি করার নামে প্রতারণায় অভিযুক্ত কেরলের মনসন মাভুঙ্কাল। তারই জিম্মায় ছিল পোরশে বক্সটারের মতো দামি গাড়ি। গত বছর পুলিশ সেই গাড়ি বাজেয়াপ্ত করে। সম্প্রতি জানা গেল, সেই গাড়ি বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের নামে নথিভুক্ত।

গাড়ির কাগজপত্র ঘেঁটে দেখা গিয়েছে, বাবার নামের জায়গায় উল্লেখ রয়েছে করিনার বাবা রণধীর কপূরের নাম। ঠিকানা, মুম্বইয়ের বান্দ্রার এলাকার হিল রোড। অর্থাৎ করিনার ঠিকানাই লেখা সেখানে। কিন্তু নথি না বদলে মনসন কী ভাবে সেই গাড়িটির মালিক হল, সে কথা এখনও জানা যায়নি।

Advertisement

গাড়িটি এ মুহূর্তে আলাপুঝা জেলার স্থানীয় থানায় রয়েছে। তদন্ত চলছে। আপাতত পুলিশ এ রকম আরও ২০টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছে মনসনের কাছ থেকে।

খ্যাতনামী থেকে সাধারণ, রাজনীতিক থেকে উচ্চ পদস্থ পুলিশকর্তা— মনসনের প্রতারণার তালিকায় বিভিন্ন স্তরের মানুষের নাম রয়েছে। পুরনো মূল্যবান জিনিস বিক্রি করার নামে স্থানীয় সস্তার জিনিস বিক্রি করত মনসন। ৩০টি দুষ্প্রাপ্য রুপোর গয়নার ভুয়ো মালিকানা দাবি করেছিল সেই ব্যক্তি। মানুষকে বুঝিয়েছিল, পুরনো জিনিস বিক্রি করে সে অনেক টাকার মালিক।

Advertisement
আরও পড়ুন