তিনি রাজ্যের ব্যস্ত মন্ত্রী। শাসকদলের প্রথম সারির নেতা। রাখঢাক না করে কথা বলতেই অভ্যস্ত। ক্ষমতার অলিন্দ ছাড়াও তাঁর দেখা মেলে মহলাকক্ষে, মঞ্চে বা পর্দায়। আদতে তিনি শিল্পী। রাজনীতির ব্যস্ততায়, অভিনেতা বা নাট্যকার ব্রাত্য বসুর সঙ্গে খুব একটা আড্ডা দেওয়ার সুযোগ মেলে না। আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হলেন ‘অরণ্যদেব’, ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘রুদ্ধসঙ্গীত’ বা ‘বোমা’র মতো জনপ্রিয় নাটকের লেখক।