Varun Dhawan

বাড়িতে অনুপ্রবেশ, তার পর চাঞ্চল্যকর দাবি! অনুরাগিণীদের নিয়ে তিক্ত অভিজ্ঞতা শোনালেন বরুণ

তারকাদের অগণিত অনুরাগী। কিন্তু কখনও কখনও অনুরাগীদের তরফেই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয় অভিনেতাদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২
image of Varun Dhawan

অভিনেতা বরুণ ধাওয়ান। ছবি: সংগৃহীত।

মুক্তির অপেক্ষায় বরুণ ধওয়ানের নতুন ছবি ‘বেবি জন’। ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন। এ রকমই একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

Advertisement

ওই সাক্ষাৎকারে বরুণ জানান, এক বার এক মহিলা তাঁর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করেছিলেন। বরুণের সঙ্গে মুখোমুখি হওয়ার পর ওই মহিলা জানান তিনি বিশ্বাস করেন যে, বরুণ নাকি তাঁর জন্য নিজের পরিবারকে ত্যাগ করতে প্রস্তুত! বরুণ ওই মহিলার নাম প্রকাশ না করলেও জানিয়েছেন, তিনি নাকি সমাজের একজন প্রভাবশালী ব্যক্তির স্ত্রী। বরুণ বলেন, ‘‘কেউ সম্ভবত আমার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। ভদ্রমহিলা আমার বাড়ির পুঙ্খানুপুঙ্খ জানতেন।’’ বরুণ জানান, শেষ পর্যন্ত মহিলা পুলিশেরা এসে পরিস্থিতি সামাল দেন।

ওই সাক্ষাৎকারে বরুণ আরও এক অপ্রীতিকর ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এক বার এক মহিলা অনুরাগী তাঁকে প্রকাশ্যে বলপূর্বক চুম্বন করেছিলেন। বরুণের কথায়, ‘‘খুবই অস্বত্বিকর ঘটনা। কিন্তু এই রকম পরিস্থিতিতে আমি সব সময়ে নিজেকে ওই অনুরাগীর অবস্থানে রেখে বিচার করি।’’

চলতি বছরে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ে দর্শকের মন জয় করেছেন বরুণ। বছর শেষে ‘বেবি জন’-এ তিনি প্রত্যাশা পূরণ করবেন বলেই মনে করছেন অভিনেতার অনুরাগীদের একাংশ।

Advertisement
আরও পড়ুন