Saif Ali Khan attacked

অভিজাত বান্দ্রায় সইফের বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, হামলা! আতঙ্কে চলচ্চিত্র জগতের তারকারা

বলিউড অভিনেত্রী পূজা ভট্ট প্রশ্ন তুলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৩
Bollywood shocked as saif ali khan gets stabbed during burglary attempt

সইফ আলি খানের উপর দুষ্কৃতী হামলার পর প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় বহুতল আবাসনে থাকেন পটৌদি বর্তমান নবাব সইফ আলি খান। তাঁর পরিচয় বলিউডের নামজাদা অভিনেতা হিসাবে। মা, স্ত্রী— সকলেই অভিনেত্রী। রুপোলি দুনিয়ার এমন ঝকঝকে তারকার বাড়িতেও লুট হয়! আর তা আটকাতে গিয়ে আক্রান্ত হন স্বয়ং অভিনেতা!

Advertisement

বুধবার গভীর রাতে সইফের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই তারা ঢুকেছিল নবাবের বাড়িতে। কিন্তু পরিচারকদের চিৎকারে ঘুম ভেঙে বেরিয়ে আসেন সইফ। তখনই তাঁর সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতীদের। হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে তাঁকে, এমনই জানা গিয়েছে। আপাতত তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন, অস্ত্রোপচার চলছে। এ দিকে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যেরা ঘটনার তদন্ত শুরু করেছেন। এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েককে দেখা গিয়েছে সইফের বাড়ির কাছে।

বৃহস্পতিবার সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বলিউড অভিনেত্রী পূজা ভট্ট প্রশ্ন তুলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আইন ও শৃঙ্খলা। আমাদের আইন রয়েছে... শৃঙ্খলাটা কোথায়?”

‘দেবারা’ ছবির সহ-অভিনেতা জুনিয়র এনটিআর সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি হতবাক। এক হ্যান্ডলে তিনি লিখেছেন, “সইফ আলি খানের উপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।” আর এক দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও লিখেছেন, “খুবই খারাপ লাগছে, খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করি।”

চলচ্চিত্র জগতের পরিচিত নাম রাজ নায়েকও পূজার মতোই আতঙ্কিত। তিনি প্রশ্ন তুলেছেন বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে। লিখেছেন, “মারাত্মক খবরে বিচলিত! এই নিয়ে তৃতীয় বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম। গত কালই আমার ভাইঝির বুটিকে হামলা হয়েছে ওই এলাকাতেই। বাড়ির ভিতর ঢুকে এ ভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুষ্কৃতীরা। আতঙ্ক তো বটেই, এটা বোধহয় আমাদের সচেতন হওয়ার মতোও একটি ঘটনা।”

Advertisement
আরও পড়ুন