গত বছরের শেষেই পূর্ব লাদাখে মুখোমুখি অবস্থান থেকে সরে আসে ভারতীয় এবং চিনা সেনা। ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের চার বছর পর। দুই প্রতিবেশী দেশের মধ্যে বরফ গলার আশা করেন অনেকে। সাম্প্রতিক বেশ কয়েকটি খবর ইঙ্গিত দিচ্ছে, লাদাখে সব কুশল নয়। কেন হিমালয়ের কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে দুশ্চিন্তা কাটছে না ভারতের?