Abhishek Bachchan

‘আমি দুঃখ পেয়েছি’, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই কেন ‘কন্যা’কে এ কথা বললেন অভিষেক?

জল্পনার মাঝেই অভিষেক তাঁর মেয়েকে বললেন, “আমি দুঃখ পেয়েছি।” আলুথালু বেশে অভিষেককে কন্যার পাল্টা জবাব “তুমি কেন দুঃখ পেয়েছ। দুঃখ তো পেয়েছি আমি।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:২৯
Abhishek Bachchan tells her daughter that he is hurt and the netizens start speculating

কন্যাকে হঠাৎ কেন এ কথা বললেন অভিষেক? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের তরফে। এমনকি, ঐশ্বর্যার জন্মদিনেও নীরব ছিলেন অভিষেক।

Advertisement

এই জল্পনার মাঝেই অভিষেক তাঁর মেয়েকে বললেন, “আমি দুঃখ পেয়েছি।” আলুথালু বেশে অভিষেককে কন্যার পাল্টা জবাব “তুমি কেন দুঃখ পেয়েছ। দুঃখ তো পেয়েছি আমি।” বাস্তবের আরাধ্যা বচ্চনকে নয়, এই দৃশ্য অভিষেকের আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’ ছবির। সেই ছবির একটি দৃশ্যে পর্দার কন্যাকে অভিষেক জানান, তিনি কোনও বিষয়ে আঘাত পেয়েছেন।

সুজিত সরকার পরিচালিত এই ছবির প্রথম ঝলক নজর কেড়েছে নেটপাড়ায়। পোস্টারে অভিষেকের নতুন রূপ অবাক করেছে দর্শককে। খালি গা, প্যান্টের উপর থেকে উপচে পড়ছে পৃথুল উদর। বাঁ হাতে প্লাস্টার আর চোখে চশমা। এই রূপেই দেখা গিয়েছে জুনিয়র বচ্চনকে।

এই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই অভিষেকের বাস্তব জীবনের সঙ্গে যোগ খুঁজছে নেটপাড়া। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে সমস্যার সূত্রপাত। এই বিয়ের আসরে পৃথক ভাবে প্রবেশ করেছিলেন বচ্চন দম্পতি। সেই থেকেই বিচ্ছেদের জল্পনা শুরু হয়। এর পরে বহু জায়গায় একাই যেতে দেখা যায় ঐশ্বর্যাকে। সঙ্গী বলতে একমাত্র কন্যা আরাধ্যা। সে-ও যেন প্রতি মুহূর্তে আগলে রাখে মাকে।

তবে এই জল্পনা আরও ঘনীভূত হয় ১ নভেম্বর, ঐশ্বর্যার জন্মদিনে। প্রতি বছর স্ত্রীকে অন্তত সমাজমাধ্যমে শুভেচ্ছা জানান অভিষেক। কিন্তু এ বার প্রাক্তন বিশ্বসুন্দরীর জন্মদিনে চুপ ছিল গোটা বচ্চন পরিবার।

Advertisement
আরও পড়ুন