Kangana Ranaut-Karan Johar

আবার কঙ্গনা-কর্ণ ঝগড়া প্রকাশ্যে, কেন রেগে লাল ‘মুভি মাফিয়া’?

সাধারণ ভাবে দিলখোলা মানুষ তিনি। তাঁর ‘সেন্স অফ হিউমর’ও প্রশংসিত। কিন্তু কোন প্রশ্নে মেজাজ হারালেন বলিউডের অন্যতম নামজাদা প্রযোজক-পরিচালক কর্ণ জোহর?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৭:৪৯
Bollywood filmmaker Karan Johar says in a viral video that he doesn’t work with Kangana Ranaut by his choice

কঙ্গনার কোন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠলেন কর্ণ? ছবি: সংগৃহীত।

বলিপাড়ার অন্যতম খ্যাতনামা ও প্রভাবশালী প্রযোজক-পরিচালক তিনি। সাধারণ ভাবে দিলখোলা তারকা হিসাবেই তিনি পরিচিত বলিউডের অন্দরে। তবে মাঝে মধ্যে মেজাজও হারিয়ে বসেন কর্ণ জোহর। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হও‌য়া একটি ভিডিয়োয় মিলল তারই প্রমাণ।

বলিপাড়ায় কর্ণ জোহর ও কঙ্গনা রানাউতের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। তাঁদের ঝগড়ায় কাক-চিল বসা দায়। সেই ঝামেলা মাঝেমধ্যেই চলে আসে প্রচারের আলোয়। সমাজমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে বেশ উত্তেজিত কর্ণ জোহর। তার নেপথ্যে কারণ সেই কঙ্গনা রানাউত। ভিডিয়োয় কর্ণ বলছেন, ‘‘যখন কঙ্গনা আমাকে ‘মুভি মাফিয়া’ বলেন, তখন উনি আদতে কী বলতে চান? উনি কি মনে করেন, আমরা বসে আছি কাজ নিয়ে, আর ওঁকে কেউ কাজ দিচ্ছেন না? হতেই তো পারে সেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই জন্য আমার নাম ‘মুভি মাফিয়া’? এটাও তো হতে পারে যে, আমি ওঁর সঙ্গে কাজ করতে আগ্রহীই নই।’’

Advertisement

কর্ণের টক শো ‘কফি উইথ কর্ণ’-এ এসে তাঁকে ‘মুভি মাফিয়া’ তকমা দিয়েছিলেন কঙ্গনা। তারকা-সন্তানদের প্রচার করাই তাঁর জীবনের লক্ষ্য, কর্ণের বিরুদ্ধে অভিযোগ করেন বলিউডের ‘কুইন’। কঙ্গনা এ-ও বলেন, ‘‘আমাকে নিয়ে কোনও দিন যদি জীবনীচিত্র তৈরি হয়, তা হলে সেখানে উদ্ধত, অহঙ্কারী মুভি মাফিয়ার চরিত্রে কর্ণ জোহরই থাকবেন। উনিই আমার ছবির খলনায়ক।’’

নিজের অনুষ্ঠানে কঙ্গনার এই মন্তব্যের কোনও উত্তর কর্ণ দেননি। কিন্তু পরে এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের সব ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর প্রশ্ন, ‘‘আমি তো আমার ছেলে, মেয়ে, ভাইপো, ভাগ্নিকে সুযোগ করে দিচ্ছি না। তা হলে আমার বিরুদ্ধে এই স্বজনপোষণের অভিযোগ কেন?’’

কর্ণের এই ভাইরাল ভিডিয়ো দেখে অবশ্য বেশ চটেছেন কঙ্গনা। দিন কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় কঙ্গনা লেখেন, ‘‘এমন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে কর্ণ ফলাও করে বলছেন যে, আমার হাতে কাজ নেই! আমি নাকি ওঁর কাছে কাজ চাইছি! আরে আমার প্রতিভা দেখুন, আর নিজের বানানো ছবিগুলো দেখুন।’’ তবে এখানেই থামেননি ‘কুইন’। নিজের মেজাজ হারানোর জন্য আবার বিদ্রুপাত্মক ভঙ্গিতে কর্ণকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, ‘‘চাচা চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন নিজেকে সফল ছবি নির্মাতা হিসাবে প্রতিষ্ঠা করব, তখন মজা দেখাব।’’

Advertisement
আরও পড়ুন