Tabu

হলিউডের কল্পবিজ্ঞান সিরিজ়ে সুযোগ তব্বুর, সিরিজ়টির নাম কী?

হলিউডের একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এ বার একটি চর্চিত কল্পবিজ্ঞান সিরিজ়ে অভিনয় করতে চলেছেন তব্বু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১৭:১৭
Bollywood actress Tabu to star in Dune prequel series Dune: Prophecy

তব্বু। ছবি: সংগৃহীত।

দক্ষ অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন। এ বার হলিউডে ‘বড়’ সুযোগ পেলেন তব্বু। খবর ছড়াতেই তাঁর অনুরাগীদের উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী।

Advertisement

গত কয়েক বরে হলিউডে কল্পবিজ্ঞান ছবির ঘরানায় ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজ়ি চর্চিত। এই ফ্র্যাঞ্চাইজ়ির নতুন সিরিজ়ে (‘ডিউন: প্রফেসি’) সুযোগ পেয়েছেন তব্বু। সূত্রের খবর, ডেনিস ভিলেনুয়েভ পরিচালিত ‘ডিউন’ ছবিটির প্রিকুয়েলের প্রস্তুতি শুরু হয়েছে। সিরিজ়ে সিস্টার ফ্র্যাঞ্চেসকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। নির্মাতারা জানিয়েছেন, সিরিজ়ে রাজপরিবারের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে তব্বুর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তব্বু এর আগে একাধিক হলিউডের ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ‘লাইফ অফ পাই’, ‘দ্য নেমসেক’ অন্যতম। এ ছাড়াও ‘দ্য টেব্‌ল বয়’ ওয়েব সিরিজ়েও দর্শক তাঁকে দেখেছেন। ফ্র্যাঙ্ক হার্বাটের ‘ডিউন’-এর দেখানো সময়ের ১০ হাজার বছর আগের প্রেক্ষাপটে এই সিরিজ়কে সাজিয়েছেন নির্মাতারা। তবে কবে থেকে এই সিরিজ় দেখা যাবে, সে প্রসঙ্গে কোনও তথ্য দেননি তাঁরা। ছবিতে থাকবেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রং প্রমুখ।

Advertisement
আরও পড়ুন