Aditi-Siddharth wedding

বাগ্‌দানের মাস পাঁচেক পর শুরু নতুন জীবন, বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ, ছবি প্রকাশ্যে

২৭ মার্চ তাঁদের বাগ্‌দান হয়েছিল। এ বার সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং অভিনেতা সিদ্ধার্থ। বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করলেন নবদম্পতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২
Bollywood actress Aditi Rao Hydari and Siddharth got married in traditional south indian ceremony

বিয়ে করলেন অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ। ছবি: ইনস্টাগ্রাম।

অবশেষে সত্য হল গুঞ্জন। বিয়ে করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। সোমবার সকালে নবদম্পতি সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন।

Advertisement

সমাজমাধ্যমে অদিতি এবং সিদ্ধার্থ তাঁদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন। ছবি থেকে স্পষ্ট, দক্ষিণী রীতি মেনেই হয়েছে অনুষ্ঠান। একটি ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি অনুযায়ী সাদা পঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছেন সিদ্ধার্থ। অন্য দিকে অদিতির পরনে তসররঙা শাড়ি। সেজেছেন মানানসই সোনা এবং চুনির গয়নায়। ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, ‘‘সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে, চিরকালীন ভালবাসা, আলো এবং জাদুর উদ্দেশে।’’ ওই পোস্টে নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন দম্পতি।

গত ২৭ মার্চ আংটিবদল করেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তাঁরা। অনুষ্ঠান সম্পন্ন হয় তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে। তখনই জানা গিয়েছিল, বিয়ের অনুষ্ঠানেও গোপনীয়তা বজায় রাখবেন তাঁরা। সূত্রের খবর, হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়ানাপার্থি শহরের একটি চারশো বছরের পুরনো মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ। পরিবার এবং নিকট বন্ধুবান্ধবই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তবে দম্পতি ঠিক কবে বিয়ে করেছেন, সেই তারিখ তাঁরা প্রকাশ করেননি। সূত্রের খবর, খুব শীঘ্র তাঁরা ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করবেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। ছবির সেট থেকেই তাঁদের বন্ধুত্ব, তার পর প্রেম। সমাজমাধ্যমে আদুরে ছবি ও ভিডিয়ো পোস্ট করলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে আলোকচিত্রীদের সামনে কোনও কিছু গোপন করারও চেষ্টা করেননি কখনও। এটি অদিতি ও সিদ্ধার্থ, দু’জনেরই দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পও খানিকটা একই রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকারও। ২০১৩ সালে আলাদা হন দু’জনে। এ বার অদিতি-সিদ্ধার্থের নতুন পথচলায় খুশি অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন