Salman Khan

হুমকি আসছে ক্রমাগত, হেলদোল নেই সলমনের! সপ্তাহান্তে কী করলেন ভাইজান?

স্বাভাবিক জীবন কাটাতে চেষ্টা করছেন সলমন। শুটিং ফ্লোর থেকে সামাজিক মেলামেশা, সবই বজায় রেখেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫২
Image of Salman Khan Jackie Shroff and Chunky Panday

(বাঁ দিক থেকে) চাঙ্কি পাণ্ডে ও জ্যাকি শ্রফের সঙ্গে সলমন খান ধরা দিলেন ক্যামেরায়। ছবি: সংগৃহীত।

ক্রমাগত আসছে প্রাণনাশের হুমকি। শুধু তাঁর কাছেই নয়, বরং পরিবার থেকে ঘনিষ্ঠ বন্ধু— সকলকেই হুমকি দেওয়া হচ্ছে। তবু, নিজের জীবনে তার প্রভাব পড়তে দিতে নারাজ ভাইজান সলমন খান। গত অক্টোবরে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার পর অনেকখানি বাড়ানো হয়েছে সলমনের নিরাপত্তা। সে সব কিছু নিয়েই স্বাভাবিক জীবন কাটাতে চেষ্টা করছেন অভিনেতা। শুটিং ফ্লোর থেকে সামাজিক মেলামেশা, সবই বজায় রেখেছেন।

Advertisement

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে বলিউডের অন্য তারকাদের সঙ্গে। এক জন্মদিনের অনুষ্ঠানে সলমনকে দেখা গিয়েছে খোশ মেজাজে। চাঙ্কি পাণ্ডে একগুচ্ছ ছবি ভাগ করেছেন সমাজমাধ্যমে। সেখানেই সলমনের হাসি মুখ দেখে খুশি হয়েছেন অনুরাগীরা। জানা গিয়েছে, শনিবার রাতে উদ্যোগপতি অঁদ্রে টিমিনের জন্মদিনের উদ্‌যাপনে যোগ দিয়েছিলেন বলিউডের তারকারা। সলমনের সঙ্গেই ছিলেন তমন্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, বনি কপূর, চাঙ্কি পাণ্ডে, কর্ণ জোহর, বিজয় বর্মারা। সে সব ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কালো টি-শার্ট আর ডেনিমে নিজস্ব মেজাজেই ধরা দিয়েছেন সলমন। কখনও তাঁকে দেখা গিয়েছে বনি কপূরের সঙ্গে। কখনও একান্ত আলাপে ব্যস্ত ছিলেন জ্যাকি শ্রফ ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে।

দশেরার সন্ধ্যায় মুম্বইয়ে খুন হন রাজনৈতিক নেতা ও সলমন খানের সুহৃদ বাবা সিদ্দিকি। এই হত্যার দায় স্বীকার করে লরেন্স বিশ্নোই। খুনের পর বিশ্নোইয়ের দলের লোক হিসেবে পরিচিত শুবু লঙ্কার সমাজমাধ্যমে একটি পোস্টে করে লেখা হয়, “আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। কিন্তু সলমন খান বা দাউদ ইব্রাহিমকে যে বা যাঁরা সাহায্য করবেন তাঁরা এখন থেকে দিন গুনতে শুরু করুন।” সলমনের ঘনিষ্ঠ বন্ধুদের শিকার বানাতে চায় লরেন্স বিশ্নোই, এই খবর ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা বাড়ানো হয় শাহরুখ খানেরও। এ বার প্রথম নিজের জন্মদিনে তিনি ভক্তদের দেখা দেননি বাড়ির ছাদ থেকে। বরং, ২ নভেম্বর তাঁর বাড়ি মন্নতের সামনে আঁটসাঁট করে দেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। শাহরুখ যাননি বাবা সিদ্দিকির শেষকৃত্যেও। তবে সলমনকে দেখা গিয়েছিল সেখানে। শুটিংয়েও বিরতি নেননি তিনি। ‘বিগ বস্‌ ১৮’ থেকে ‘সিকন্দর’— সব শুটিংই ভাইজান সারছেন সময় মেনে।

Advertisement
আরও পড়ুন