Salman Khan

উল্টে যাবে দিন, চাঁদ-সূর্য! প্রতিযোগীরা নন, সলমন এ বার নিজে খেলবেন বিগ বস্‌-এ!

বিগ বস্‌ ১৬-র নতুন চেহারা দেখে ভয়মিশ্রিত ফিসফাস। ঠিক কী হতে চলেছে? বোঝার উপায়ই নেই। প্রতিযোগী কারা? জানা যায় না। কেবল খেলছেন বিগ বস, সলমন খান।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৫
নতুন বিগ বস্‌ নিয়ে ফিরছেন সলমন খান।

নতুন বিগ বস্‌ নিয়ে ফিরছেন সলমন খান।

বিগ বস্‌ ১৬-র সঞ্চালক সলমন খান। প্রতিযোগী কারা, থিম কী— সে সব কিছুই এখনও জানা যায়নি। তবে প্রকাশ্যে এল রিয়্যালিটি শোয়ের ঝলক।

রবিবার বিগ বস্‌ ১৬-র ঝাঁ-চকচকে চেহারা দেখে উত্তেজিত হয়ে পড়লেন অনুরাগীরা। এ বারের বিগ বস-এ আকর্ষণীয়, অভিনব কিছু দেখা যাবে, এমনটাই বলাবলি করছেন সবাই।

Advertisement

বিগ বস্‌-এর আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক ভাইজানকে বলতে শোনা যায়, এত দিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এ বারের সিজনে বিগ বস্‌ নিজে খেলবেন। নেটদুনিয়ায় ভাগ করে নেওয়া ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন ১৫ সালোঁ মে সবনে খেলা আপনা আপনা গেম, লেকিন আব বারি হ্যায় বিগ বস্‌ কা খেলনে কি।’

View this profile on Instagram

ColorsTV (@colorstv) • Instagram photos and videos

বিগ বস্‌ সিজন ১৬-র সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি এক দিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গিয়েছে? দিনে চাঁদ উঠছে। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে। যা ঘটবে, তা কল্পনাও করতে পারছেন না। সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন। আসছে নতুন বিগ বস্‌। সঞ্চালক সলমন খান’।

কিছু দিন আগেই শোরগোল পড়েছিল নতুন বিগ বস্‌-এর জন্য সলমনের পারিশ্রমিকের অঙ্ক শুনে। হেঁকেছিলেন ১০০০ কোটি টাকা! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অঙ্কটা যে আগের চেয়ে তিন গুণ বেশি! নতুন শো-য়ের দিনক্ষণের বদলে খবরের শিরোনামে ছলে এসেছিলেন সঞ্চালক স্বয়ং।

বিগ বস্‌ ১৫-তে সঞ্চালক হিসাবে সলমনের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস্‌ ১৬-র ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সলমনের, সে নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

Advertisement
আরও পড়ুন