Farhan Akhtar

মুম্বইয়ের রাস্তায় সাইকেল ঘাড়ে অটোয় উঠলেন ফারহান, মনখারাপ সারিয়ে দিলেন ‘সারথি’

অটোয় বসে বিমর্ষ ফারহান, সাইকেলটাও তুলে নিয়েছেন। মুখ দেখা যাচ্ছে না অভিনেতার। সামনে রথের সারথির মতো হাসছেন অটোচালক। সেই ‘অদ্ভুত’ ছবি নিয়ে চর্চা নেটদুনিয়ায়।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৯
অটো-রিকশায় চড়ে বসেছেন নায়ক। সাইকেলটাকেও তুলেছেন সঙ্গে।

অটো-রিকশায় চড়ে বসেছেন নায়ক। সাইকেলটাকেও তুলেছেন সঙ্গে।

রবিবার মনের সুখে সাইকেল চালান বলিউড তারকা ফারহান আখতার। ঝড়ের গতিতে মাইলের পর মাইল ছোটেন মুম্বইয়ের রাস্তায়। কিন্তু গত রবিবার তাজ্জব করলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র অভিনেতা। নেটমাধ্যমে তাঁর এক ছবি নিয়ে জোরদার চর্চা হচ্ছিল, যেখানে দেখা যায় সাইকেলে নয়, অটো-রিকশায় চড়ে বসেছেন নায়ক। সাইকেলটাকেও তুলেছেন সঙ্গে। ঝলমলে হাসিমুখে অটোচালক পোজ দিচ্ছেন ক্যামেরায়। তবে ফারহানের মুখ হেলমেটে ঢাকা। তাঁকে কিছুটা বিমর্ষও মনে হয়।

Advertisement

সেই ছবি ভাগ করে নিয়ে রসিকতা করে নেটমাধ্যমে লিখেছেন, ‘রবিবারের সাইকেল সফর ভেস্তে গেল একটি টায়ার ফেটে যাওয়ায়। আমার হতাশা দৃশ্যমান। তবে অটোতে বসতে মন ভুলিয়ে দিলেন আমার যোদ্ধা’।

তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে জোয়া আখতার একগুচ্ছ হাসির ইমোজি দিয়েছেন। ইশান খট্টরও হেসেই অস্থির। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ভাগ্যবান অটোওয়ালা।’

ফারহানকে গত বছর ‘তুফান’ ছবিতে দেখা গিয়েছিল। এর পর ‘জি লে জরা’ দিয়ে ফের পরিচালকের ভূমিকায় ফিরতে প্রস্তুত অভিনেতা। সে ছবিতে তিন নায়িকা— প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট এবং ক্যাটরিনা কইফ বিশেষ আকর্ষণ হতে চলেছেন। গত বছরই ছবিটির কথা ঘোষণা করেছিলেন ফারহান। এ বছর শ্যুটিংয়ের কাজ চলছে।

Advertisement
আরও পড়ুন