Super Singer

Super Singer: কলেজের টেবিল বাজানোর কালচার কি ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে এনে ফেললেন বিক্রম

শনিবার-রবিবার রাত সাড়ে ৯টা থেকে স্টার জলসা এবং স্টার জলসা এইডি-তে দেখা যাবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ২১:২৫
বিক্রম ঘোষ

বিক্রম ঘোষ

মঞ্চ বাজিয়ে মাত বিক্রম ঘোষের! শনিবার ২৮ এপ্রিল থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে ‘সুপার সিঙ্গার সিজন ৩’। তারই এক ঝলক রইল আনন্দবাজার অনলাইনে। মঞ্চজুড়ে থাম, পোডিয়াম, চেয়ার, টেবিল বাজিয়ে বিচিত্র সুর তুললেন বিক্রম। সঙ্গতে ছিলেন আরও শিল্পীরা। কলেজের টেবিল বাজানোর কথা মনে পড়ে যেতে পারে তাঁর পারফর্ম্যান্স দেখে।

তা ছাড়া বিচারকের আসনও নক্ষত্রখচিত। বলিউড গায়ক সোনু নিগম, কুমার শানু এবং ধ্রূপদী সঙ্গীতের শিল্পী কৌশিকী চক্রবর্তীর সামনে গান গাইবেন ভারতের বিভিন্ন প্রান্তের ৩২ গায়ক-গায়িকা। এ বারও টলিউডের প্রথম সারির নায়ক যিশু সেনগুপ্তই সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।

Advertisement
চেয়ার বাজাচ্ছেন বিক্রম

চেয়ার বাজাচ্ছেন বিক্রম

কৌশিকী চক্রবর্তী, কুমার শানু এবং সোনু নিগম

কৌশিকী চক্রবর্তী, কুমার শানু এবং সোনু নিগম

গায়ক-গায়িকাকে প্রশিক্ষণ দেবেন শোভন গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক প্রমুখ।

শনিবার-রবিবার রাত সাড়ে ৯টা থেকে স্টার জলসা এবং স্টার জলসা এইডি-তে দেখা যাবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’।

দেখুন বিক্রম ঘোষের সেই পারফর্ম্যান্সের ঝলক—

Advertisement
আরও পড়ুন