Shruti Das

এই শীতেই কি শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ে? পরিকল্পনা জানালেন ‘রাঙা বউ’

খুব শীঘ্রই ‘রাঙা বউ’ হয়ে পর্দায় আসবেন শ্রুতি দাস। কিন্তু বাস্তবে মিস থেকে মিসেস হবেন কবে? ২০২২ সালেই কি বিয়ের পিঁড়িতে বসছেন শ্রুতি?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৮:৩৫
শ্রুতির বিয়ের পরিকল্পনা।

শ্রুতির বিয়ের পরিকল্পনা। সৌজন্যে-ফেসবুক

১৪ বছরের বড় পরিচালকের কাছে থেকে প্রেম প্রস্তাব পেয়েছিলেন। সেই থেকেই সম্পর্কের শুরু অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের। শ্রুতির প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’। পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। শুরুর সময় যদিও শ্রুতিকে তেমন ভাল লাগত না স্বর্ণেন্দুর। তবে সময় বয়ে গিয়েছে। কাজের সম্পর্কের বাইরে শ্রুতির কাছের মানুষের জায়গা দখল করেছেন স্বর্ণেন্দু। একটা সময়ের স্বর্ণেন্দুদা এখন শ্রুতির ‘বাবি’। দেখতে দেখতে একসঙ্গে প্রায় তিনটে বসন্ত পার করে ফেলেছেন তাঁরা। প্রেমের শুরুর দিকটা গোপনীয়তা থাকলেও পরে বিশেষ আগল রাখেননি শ্রুতি। মনের মানুষের প্রতি প্রকাশ্যেই প্রেম জাহির করেছেন অভিনেত্রী। বার বার ঘুরে ফিরে এসেছে শ্রুতি-স্বর্ণেন্দুর বিয়ের জল্পনা। শোনা যাচ্ছিল, ২০২২ সালেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। সেটা কতটা সত্যি, জানালেন অভিনেত্রী।

Advertisement

‘দেশের মাটি’-র পর একটা লম্বা বিরতি। ‘রাঙা বউ’-এর হাত ধরে ধারাবাহিকে ফেরেন শ্রুতি। মনিটরের চোখ রাখছেন স্বর্ণেন্দু। ক্যামেরার সামনে শ্রুতি। এর মাঝেই এই জুটির বিয়ের খবর। শ্রুতি দাসের কথায়, ‘‘না, আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই। দু’জনের একটাই ইচ্ছে, ‘রাঙা বউ’-কে সফল করব।’’

তাই বলে কি অদূর ভবিষ্যতেও তেমন কোনও ইচ্ছে নেই অভিনেত্রী? শ্রুতির কথায়,‘‘না ইচ্ছে রয়েছে, যখন হবে ধুমধাম করেই করব। বিয়ে তো এক বারই হবে।’’ বিয়ে নিয়ে এমনিতেই সব মেয়েরই কমবেশি পরিকল্পনা, শখ থাকে। শ্রুতির কথায়, ‘‘আমার একটা বিশেষ ইচ্ছে আছে, পালকি করে শ্বশুরবাড়ি ঢুকতে চাই।’’

শেষে অভিনেত্রীর সংযোজন, ‘‘বিয়ের চিন্তাভাবনা থাকলেও তাড়া নেই। একসঙ্গে আছি, থাকব।’’

Advertisement
আরও পড়ুন