Mega Jagadhatri

নাকে অক্সিজেনের নল, হাসপাতালে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা! হাউহাউ করে কাঁদছেন নায়িকার মা-বাবা

“বাড়ি ফেরার পর মা-বাবা গা, হাত, পা টিপে দিচ্ছে! বলছে, ‘ইস! মেয়েটা কত ব্যথা পেয়েছে’”, বললেন অঙ্কিতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:৩০
দুই রূপে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক।

দুই রূপে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম।

অঙ্কিতা মল্লিক হাসপাতালে! নাকে নল, গলার কাছে চাপচাপ রক্ত। হাতে স্যালাইনের চ্যানেল। কী হল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়িকার? সদ্য এই দৃশ্য ছোট পর্দায় দেখানো হয়েছে। যা দেখে অনুরাগীদের প্রায় ভিরমি খাওয়ার জোগাড়! সমাজমাধ্যমে ছবিগুলি ভাগ করে নিতেই নতুন করে চর্চায় অভিনেত্রী।

Advertisement

কোন দৃশ্যের জন্য হাসপাতালে গিয়ে, হাতে চ্যানেল, নাকে অক্সিজেনের নল লাগিয়ে অভিনয় করতে হল ‘জগদ্ধাত্রী’কে?

আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অভিনেত্রী বললেন, “হাসপাতালে যাইনি তো! সেটেই হাসপাতালের কেবিন বানানো হয়েছিল। এর আগে দেখানো হয়েছিল, জগদ্ধাত্রী মারা গিয়েছে। এ বার দেখানো হচ্ছে, আসলে তার মৃত্যু হয়নি। কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে।” চিকিৎসকের পরামর্শ, তার অস্ত্রোপচারের প্রয়োজন। না হলে বাঁচবে না সে। এ দিকে জগদ্ধাত্রী কিছুতেই রাজি নয়। পাশাপাশি, সময়ের অনেক আগেই তার সন্তান ভূমিষ্ঠ। ফলে, তাকে নিয়েও টানাপড়েন চলছে।

হাসপাতালের দৃশ্যে ভাইরাল ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক।

হাসপাতালের দৃশ্যে ভাইরাল ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম।

সমাজমাধ্যমে ‘জগদ্ধাত্রী’র এই ছবি দেখে শিউরে উঠেছেন দর্শক। অনুরাগীরা মন্তব্য বাক্সে লিখেছেন, “কত কষ্ট করে এই দৃশ্যে অভিনয় করতে হয়েছে। আপনাকে কুর্নিশ।” মা-বাবা মেয়েকে পর্দায় এ ভাবে দেখে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন? জবাব দিতে গিয়ে হেসে ফেলেছেন অঙ্কিতা। বলেছেন, “এর আগে আমার অন্তিম দৃশ্যে অভিনয় দেখে হাউহাউ করে কেঁদে ভাসিয়েছে মা। বাবার ফোনের পর ফোন, ‘তুই ঠিক আছিস তো?’ এ বার বাড়ি ফেরা মাত্র গা, হাত, পা টিপে দিতে শুরু করেছে। আমি এত কষ্ট করে দৃশ্যটি করেছি। না জানি সারা শরীরে কত ব্যথা!”

মা-বাবাকে কিছুতেই বোঝাতে পারছিলেন না তিনি, দৃশ্যটি অনেক দিন আগে শুট করা হয়েছে। তিনি ঠিক আছেন। তবে সেই সময় সত্যিই প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন। নানা কসরত করে জীবন্ত করতে হয়েছিল দৃশ্যটিকে। শুটিং শেষে এতটাই সারা শরীরে ব্যথা হয়েছিল যে ওষুধ খেতে হয়েছিল।

Advertisement
আরও পড়ুন