Rukmini Maitra on Star Theatre

স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনীর নামে! মমতার ঘোষণায় আবেগপ্রবণ পর্দার নটী রুক্মিণী

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নটী বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ হবে। প্রতিক্রিয়া জানালেন বড় পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫
Bengali actress Rukmini Maitra expresses her gratitude after CM Mamata Banerjee announced change in the name of Star Theatre

‘স্টার থিয়েটার’-এর নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রুক্মিণী মৈত্র। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

স্টার থিয়েটারের সঙ্গে নটী বিনোদিনীর যোগসূত্র নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বদলে যাচ্ছে সেই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনে বড় পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্রের চোখে তখন জল। আবেগঘন কণ্ঠে আনন্দবাজার অনলাইনকে জানালেন তাঁর মনের অবস্থা।

Advertisement

সোমবার সন্দেশখালিতে প্রসাশনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নাম রাখা হবে বিনোদিনীর নামে। খবর পাওয়া মাত্রই আবেগপ্রবণ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কারণ, আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর বায়োপিক ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বললেন, ‘‘খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম। আজকে মনে হচ্ছে, ১৪০ বছরের লড়াই সার্থক হল। এটা শুধু বিনোদিনীর নয়, বাংলার অগণিত নারীর জয়।’’

চলতি বছরে মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ছবি ‘টেক্কা’। অভিনেত্রী জানালেন, এই ছবিতে তাঁর অভিনয় দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। রুক্মিণী আরও জানালেন, ‘বিনোদিনী...’ ছবির নতুন পোস্টারটি তিনি সবার আগে মুখ্যমন্ত্রীকেই দেখার জন্য পাঠিয়েছিলেন। রুক্মিণীর কথায়, ‘‘তাঁর খুবই পছন্দ হয়েছে। আমরা খুব দ্রুত সেই পোস্টার প্রকাশ করব।’’ গত কয়েক বছর ধরে বিনোদিনী চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রুক্মিণী। ছবির প্রথম ঝলকে তার আঁচ মিলেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, ‘‘আমি যখন প্রথম চিত্রনাট্য পড়ি, তখনও ছবিটা শেয পর্যন্ত হবে কি না জানতাম না। কিন্তু প্রেক্ষাগৃহের নামটা যে বদলানো উচিত, সে কথা বুঝতে পেরেছিলাম।’’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কি ছবিকে অতিরিক্ত কোনও সুবিধা দিতে পারে? রুক্মিণী বললেন, ‘‘অবশ্যই। এর থেকে ভাল আর কোনও উপায়ে হয়তো বিনোদিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু হতে পারতাম না।’’ রুক্মিণী জানালেন, বিনোদিনীর সম্পূর্ণ টিম মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। অভিনেত্রী বললেন, ‘‘সেই সময়ে বিনোদিনীর লড়াই বাঙালি জানেন। সেই অধিকারের লড়াই হয়তো আজকে শেষ হল। আসলে একজন মহিলাই হয়তো অন্য মহিলার যন্ত্রণা বুঝতে পারেন। তাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই শেষ পর্যন্ত এই স্বীকৃতি এল। দিদিকে অনেক অনেক ধন্যবাদ।’’

১৮৮৩ সালে স্থাপিত স্টার থিয়েটারের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিনোদিনী। তবে কথিত আছে, নটী বিনোদিনীর সময়কালেও তাঁর নামে স্টার থিয়েটারের নামকরণ করার প্রস্তাব আসে। প্রস্তাব দেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুর্মুখ রায়। কিন্তু শোনা যায়, বিনোদিনী নাকি নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কী ভাবে দেখছেন স্টার থিয়েটার কর্তৃপক্ষ? প্রেক্ষাগৃহের তরফে জয়দীপ মুখোপাধ্যায় বললেন, ‘‘এখনও পর্যন্ত খবরটা শুনিনি। তবে দিদি যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে সেটা নিশ্চয়ই সব দিক বিচার করেই নিয়েছেন। স্টারের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি।’’

Advertisement
আরও পড়ুন