Swastika Mukherjee

‘এই শহরে অভিনেতাদের ফাঁপা দেমাক ছাড়তে হয়’, ২৪ বছরের অভিজ্ঞতা নিয়ে কোথায় চললেন স্বস্তিকা?

কোঁকড়া চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রুপোলি আভা, মুখে হালকা প্রসাধনী, নাকছাবি আর কপালে লাল টিপ। এমন বেশেই নিজেকে সাজিয়েছেন স্বস্তিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৬
Actress Swastika Mukherjee said that she still goes for audition

নিজেই সাজলেন স্বস্তিকা। ছবি: সংগৃহীত।

বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অভিনয় নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। বহু আগেই নিজেকে প্রমাণ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বেরও বহু অনুরাগী রয়েছেন। ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এখনও অডিশন দেন অভিনেত্রী। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তাঁর। গর্ব করে নিজেই জানালেন অডিশন দেওয়ার কথা।

Advertisement

গুজরাতের কচ্ছে তৈরি নীল ভুজোড়ি কালাকটন শাড়ির সঙ্গে লম্বা হাতা ধূসর রঙের ব্লাউজ়। কোঁকড়া চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রুপোলি আভা, মুখে হালকা প্রসাধনী, নাকছাবি আর কপালে লাল টিপ। এমন বেশেই নিজেকে সাজিয়েছেন স্বস্তিকা। গন্তব্য অডিশন। স্বস্তিকা নিজেই সমাজমাধ্যমে লিখেছেন, “২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।”

টলিপাড়ার পাশাপাশি মুম্বইয়ে একের পর এক কাজ করেছেন স্বস্তিকা। এই অডিশনও মুম্বইয়ে কোনও কাজের জন্যই। অভিনেত্রীর কথায়, “এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।”

নিজের বিষয়ে স্বস্তিকা বলেন, “মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ— অধ্যবসায়।” স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে।

Advertisement
আরও পড়ুন