Look Back 2024

ভিড়ের মাঝেও তাঁরা নিজস্বতায় আকর্ষণীয়, ২০২৪-এ টলিপাড়ায় নজরে থাকলেন কারা?

অভিনয়ে নজর কাড়েন অনেকেই। কিন্তু কারও কাছে অনুঘটক হয়ে ওঠে তাঁর আবেদন এবং লুক। বছরশেষে তেমনই অভিনেতাদের ফিরে দেখা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:২৪
faces who attracted audience with their acting and on screen appeal in the year 2024

চলতি বছরে অভিনয় এবং আবেদনে নজর কেড়েছেন অনেকেই। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ— অভিনেতা আসে, অভিনেতা যায়। তবে রয়ে যায় কিছু চরিত্র, কিছু মুখ। সিনেমা থেকে ওয়েব সিরিজ়— সারা বছর কাজের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন অনেকেই। অভিনয়ের পাশাপাশি নিজস্ব সৌন্দর্যে, আবেদনে আলাদা ভাবে চর্চার কেন্দ্রে চলে আসেন কেউ কেউ। নতুন এবং পুরনোদের ভিড়েই চলতি বছরে টলিপাড়ায় এ রকম অনেকেই নজর কেড়েছেন।

Advertisement

মুখের কথা সবাই জানে বুকের কথা কজন...

image of Koushani Mukherjee

কৌশানী মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

অপেক্ষায় ছিলেন কৌশানী মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হল ‘বহুরূপী’তে। ছবিমুক্তির আগে দর্শকমনে ‘ডাকাতিয়া বাঁশি’র প্রভাব। রাতের অন্ধকারে আগুনে আলোয় কালো-লাল পোশাকে অভিনেত্রী উষ্ণতা ছড়িয়েছেন মানুষের মনে। এই ছবিতে তাঁর মেঠো লুক এবং সংলাপও দর্শক মনে নাড়া দিয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মত, ২০২৪ সালে কৌশানীর কেরিয়ারে বাঁকবদল। আগামী বছর অভিনেত্রীর নতুন কাজ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

পুরনো চাল ভাতে বাড়ে

image of Tota Roy Choudhury

টোটা রায়চৌধুরী। ছবি: সংগৃহীত।

বয়সের সঙ্গে যেন পুরনো ওয়াইনের মতো মজছেন। এখনও সুঠাম চেহারা। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতেও পিছপা হন না। কাঁচা-পাকা দাড়িই হোক বা ‘ক্লিন শেভ’— অনুরাগিণীরা ‘ক্লিন বোল্ড’! বছরশেষে পুলিশ আধিকারিক ‘কনিষ্ক’ থেকে ‘ফেলুদা’— সাবলীল টোটা রায়চৌধুরী। পুজোয় ‘টেক্কা’য় স্বল্প পরিসরে নিজের জাত চিনিয়েছেন। ‘চালচিত্র’ ছবিতে সিরিয়াল কিলারের সন্ধানে যতটা ক্ষুরধার, ততটাই মানবিক অন্দরমহলে। আবার কাশ্মীরে চারমিনারে সুখটান দিতে দিতে মগজাস্ত্রে শান দেওয়ার সময়েও তাঁর আবেদন অন্য মাত্রা পেয়েছে।

নানা ‘লুক’-এর সমাহারে ব্যতিক্রমী

image of Rukmini Maitra

রুক্মিণী মৈত্র। ছবি: সংগৃহীত।

পাশে বিদ্যুৎ জামওয়ালই থাকুন বা টলিপাড়ার দেব-জিৎ। চলতি বছরে রুক্মিণী মৈত্র নানা লুকে আবেদনময়ী হয়ে ধরা দিয়েছেন। অভিনেত্রীকে নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। সমাজমাধ্যমে ছড়িয়েছে রিল এবং ভিডিয়ো। বছরের শুরুতে ‘বুমেরাং’ ছবিতে তাঁর মুণ্ডিত মস্তক ছিল চর্চায়। ছবিতে ঈশা এবং নিশা— দ্বৈত চরিত্রে তিনি সাবলীল। ‘টেক্কা’য় ছোট চুলে সাহসিনী অভিনেত্রী। আপাতত নতুন বছরের শুরুতে বড় পর্দায় ‘বিনোদিনী’র চরিত্রে অভিনেত্রীকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

প্রথম বলেই হাঁকিয়েছেন ছক্কা

image of Hiya Roy

হিয়া রায়। ছবি: সংগৃহীত।

মধ্যমগ্রামের মেয়ে। স্কুলজীবন থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন তাড়া করত। সমাজমাধ্যমে তাঁর ‘সাহসী’ অবতার আগে থেকেই চর্চায়। প্রথমে পার্শ্বচরিত্র। তার পর সরাসরি ‘তালমার রোমিয়ো জুলিয়েট’ ওয়েব সিরিজ়ে কেন্দ্রীয় চরিত্র ‘জাহানারা’। আর সেই সুযোগের সদ্বব্যহার করেছেন নবাগতা হিয়া রায়। সিরিজ় জুড়ে তাঁর চুম্বন খবরের শিরোনামে। ভাঙা বাড়ি বা রেললাইনে প্রেমিকের সঙ্গে চুম্বনে সাহসিনী তিনি। আবার কসাইঘরে রক্তমাখা সঙ্গমদৃশ্যেও দর্শককে চমকে দিয়েছেন। হিয়া যে ইন্ডাস্ট্রিতে লম্বা উড়ানে শামিল, তেমনই মত একাংশের।

এ বছরেই দাঁড়িয়েছেন শক্ত জমিতে

image of Anujoy Chattopadhyay

অনুজয় চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বৈদ্যবাটীর ছেলে। অভিনয়ের প্রেমে নাটকের হাত ধরে কলকাতাবাসী। ইন্ডাস্ট্রিতে প্রায় ৮ বছর কাটিয়ে ফেলেছেন অনুজয় চট্টোপাধ্যায়। সমাজমাধ্যম ঘাঁটলে তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা টের পাওয়া যায়। আপাতগম্ভীর স্বভাবের মানুষটির দু’চোখ কথা বলে। বিশ্বাস করেন, ২০২৪ তাঁর কেরিয়ারে ‘মানুষ চেনার’ বছর। চলতি বছরে একাধিক ওয়েব সিরিজ়ে নজর কেড়েছেন। তালিকায় রয়েছে ‘লজ্জা’, ‘নিকষ ছায়া’, ‘কালরাত্রি’ এবং ‘তালমার রোমিয়ো জুলিয়েট। নানা স্বাদের চরিত্রে মন জয় করেছেন। পাশাপাশি নাটকেও অভিনয় চালিয়ে যাচ্ছেন। আগামী বছরেও অনুজয়ের বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

ওস্তাদের মার শেষ রাতে

image of Ziaul Faruq Apurba

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত।

যতটা দেরিতে এলেন, ততটাই দ্রুত জয় করলেন। বাংলাদেশের নাটক এবং ওয়েব সিরিজ়ের পরিচিত মুখ জিয়াউল ফারুক অপূর্ব। মহিলা অনুরাগীদের সংখ্যা ঈর্ষণীয়। বছরশেষে ‘চালচিত্র’ ছবির মাধ্যমে পা রেখেছেন টলিপাড়ায়। তাতেই কেল্লাফতে। ছবিতে বাংলাদেশি অভিনেতার হালকা দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি। লাল পাঞ্জাবিতে পর্দায় মিনিট কুড়ির উপস্থিতিতে মন জিতেছেন অপূর্ব। শহরে বড় পর্দায় প্রিয় অভিনেতাকে দেখতে প্রেক্ষাগৃহে মহিলা অনুরাগীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। আগামী দিনে টলিপাড়ায় অপূর্বের কাজের আশায় রয়েছেন দর্শকের বড় অংশ।

Advertisement
আরও পড়ুন