বিরতি নিলেন বাংলাদেশের ক্রিকেটার। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাংলাদেশের মহিলা দলের ক্রিকেটার জাহানারা আলম ক্রিকেট থেকে দু’মাসের বিরতি নিলেন। মানসিক সমস্যায় ভুগছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি-র মহিলা দলের প্রধান কর্তা তথা প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার বলেছেন, “ও আমাদের একটা চিঠি দিয়ে জানিয়েছে যে, এখন খেলার জন্য মানসিক ভাবে তৈরি নয়। তাই দু’মাসের বিরতি নিচ্ছে। দরকারে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার ব্যাপারেও বোর্ডকে অনুরোধ করেছে ও। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। যদি কেউ মানসিক ভাবে তৈরি না থাকে এবং বিরতি চায় তা হলে সেটা আমাদের মেনে নিতেই হবে। কত দিন খেলবে না সেটা বলতে পারব না।”
দেশের হয়ে ৫২টি এক দিনের ম্যাচ এবং ৮৩টি টি-টোয়েন্টিতে খেলেছেন জাহানারা। এক বছর জাতীয় দল থেকে দূরে থাকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরেছিলেন। তবে একটিও ম্যাচে খেলেননি। দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে ছিলেন। তবে শুধু টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন। এক দিনের ম্যাচে খেলানো হয়নি।
আপাতত ওয়েস্ট ইন্ডিজ় সফরে জাহানারাকে ছাড়াই যাচ্ছে বাংলাদেশ। প্রথম বার মহিলা দল ক্যারিবীয় সফরে যাচ্ছে। তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে তারা।