New Bengali web series

রাজনীতিকের চরিত্রে পাওলি, নতুন ওয়েব সিরিজ়ে আর কে কে থাকছেন? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

দীর্ঘ দিন পর অরিত্র সেনের পরিচালনায় পাওলি দাম। ‘জুলি’ ওয়েব সিরিজ়ে অভিনেত্রীকে দেখা যাবে এক রাজনীতিকের চরিত্রে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ০৬:০৯
Paoli dam

পাওলি দাম। ছবি: সংগৃহীত।

এর আগে তিনি পর্দায় প্রেমের গল্প বলেছেন। তৈরি করেছেন থ্রিলারও। কিন্তু এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন অরিত্র সেন। নাম ‘জুলি’। এই সিরিজ়ে কী কী চমক থাকছে? খোলসা করলেন পরিচালক।

Advertisement

শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজ়ে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজ়ে তাঁর চরিত্রটি এক জন রাজনীতিকের। অরিত্র বললেন, ‘‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা এক জন মহিলার লড়াইয়ের গল্প। জুলি কী ভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এক জন রাজনীতিক হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’’ তবে সিরিজ়ে কলকাতা শহরের প্রেক্ষাপটে রাজনীতির বিভিন্ন স্তরকে ধরা হবে সিরিজ়ে। জুলির চরিত্রেই অভিনয় করবেন পাওলি।

(বাঁদিক থেকে) কৌশিক সেন, শ্রুতি দাস, গৌরব চট্টোপাধ্যায়।

(বাঁদিক থেকে) কৌশিক সেন, শ্রুতি দাস, গৌরব চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি দর্শকের পছন্দ হয়। লোকসভা ভোটের দিন আসন্ন। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা? অরিত্র বললেন, ‘‘একদম নয়। প্রথমত পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘ দিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসাবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’’

সিরিজ়ের বাকি কাস্টিংও নজরকাড়া। এক জন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিকের চরিত্রে। অন্য দিকে পাওলির বিপরীতে এক জন তরুণ রাজনীতিকের চরিত্রে থাকছেন শ্রুতি দাস। আগামী ২০ মার্চ থেকে শহরে শুরু হবে সিরিজ়ের শুটিং। সিরিজ়টি আড্ডা টাইমস্-এ মুক্তি পাবে।

আরও পড়ুন
Advertisement