Saswata Chatterjee

শাশ্বত চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ, শোকস্তব্ধ অভিনেতার পরিবার

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায় প্রয়াত। টলিউডে শোকের ছায়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ১০:৫০
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র ।

প্রয়াত হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

Advertisement

বয়সজনিত কারণে দীর্ঘ দিন ধরেই স্বল্পাহারী ছিলেন অঞ্জলি। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আনন্দবাজার অনলাইনের তরফে শাশ্বতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘৪ মার্চ মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। রক্তচাপ কমে গিয়েছিল। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গিয়েছিল। তার পর সব শেষ।’’

অঞ্জলির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শোকের ছায়া। অঞ্জলির স্বামী জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তারকা-পত্নী হয়েও শুরু থেকেই নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন তিনি। ২০০৭ সালে প্রয়াত হন শুভেন্দু। তার পর মায়ের প্রয়াণে মনের দিক থেকে ভেঙে পড়েছেন শাশ্বত। বৃহস্পতিবার অঞ্জলির শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement
আরও পড়ুন