নিজে অভিনয় না করেও ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন সোহম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নীরজ পাণ্ডের তৈরি সাম্প্রতিক ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ়টি চর্চায় রয়েছে। বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ছাড়াও একাধিক অভিনেতাকে এই সিরিজ়ে দেখা গিয়েছে। অভিনেতা সোহম চক্রবর্তীও কিন্তু ‘খাকি ২’-এর সঙ্গে যুক্ত ছিলেন।
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ়ে সোহম অভিনয় করেননি। তবে কলকাতায় সিরিজ়ের লাইন প্রোডিউসার হিসাবে কাজ করেছে সোহমের প্রযোজনা সংস্থা। অর্থাৎ, কলকাতার শিল্পীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে লোকেশন রেইকি, প্রয়োজনীয় অনুমতি আদায়— সবটাই করেছে সোহমের টিমের সদস্যেরা। যার জন্য সিরিজ়ে আলাদা করে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন নির্মাতারা। প্রস্তাব কী ভাবে আসে? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্নের উত্তরে সোহম বললেন, ‘‘সন্দীপ রুদ্রের তরফে একসঙ্গে কাজ করার প্রস্তাব আসে। সেই মতো নীরজজির সঙ্গে পরিকল্পনা করে আমরা এগিয়েছিলাম।’’
বলিউডে এই প্রথম কোনও কাজে লাইন প্রোডিউসার হিসাবে কাজ করলেন সোহম। অভিজ্ঞতা কী রকম? সোহম বললেন, ‘‘অসাধারণ! আমরা ভাবতেই পারি না যে পোশাকের জন্য একটা ইউনিট তিনশোটি তোরঙ্গ ফ্লোরে নিয়ে আসতে পারে! সবটাই বাজেটের বিষয়। আমার কাজে ওঁরা খুশি বলে আমিও আপ্লুত।’’ এরই সঙ্গে রাজ্য প্রশাসনিক কর্তাদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না সোহম।
প্রসেনজিৎ আগে বলিউডে কাজ করেছেন। কিন্তু জিতের এটাই প্রথম কাজ। কাঙ্ক্ষিত সুযোগ। এ কথা স্বীকার করে নিলেও আলাদা করে প্রত্যেকের প্রশংসা করতে ভুললেন না সোহম। অভিনেতার কথায়, ‘‘বাংলাকে যে জাতীয় পর্যায়ে অনেকটাই এগিয়ে দিয়েছে সিরিজ়টা তা নিয়ে আমি নিশ্চিত।’’ তবে সোহম জানালেন শুটিংয়ের সময় এক দিন প্রসেনজিতের সঙ্গে দেখা করতে সেটে গিয়েছিলেন তিনি।
টলিপাড়ায় কাজের সংখ্যা ক্রমশ কমছে। সেখানে ‘খাকি’র সাফল্যের পর আগামী দিনে কি সোহম বলিউডে লাইন প্রোডিউসার হিসাবে কাজের সংখ্যা বাড়াবেন? অভিনেতার বক্তব্য, ‘‘এখানে কাজ কমলেও বাংলা ছেড়ে আমি মুম্বইয়ে চলে যেতে পারব না। আজ যেখানে রয়েছি সেটা বাংলা ইন্ডাস্ট্রির দৌলতেই। তবে এ ধরনের প্রস্তাব এলে আমি রাজি।’’ সোহম জানালেন, নতুন কাজ নিয়ে বলিউড থেকে বেশ কিছু প্রস্তাব ইতিমধ্যেই তাঁর কাছে এসেছে। তবে কাজের জন্য তিনি মুম্বইয়ে তাঁর পরিচিত অভিনেতাদের কোনও অনুরোধ করতে নারাজ। অভিনেতার কথায়, ‘‘অমিত স্যর (অমিতাভ বচ্চন), শাহরুখ খান বা সলমন খানের সঙ্গে কলকাতা চলচ্চিত্র উৎসবের দৌলতেই আমার পরিচিতি হয়েছে। কিন্তু আমি তাঁদের কাছে কাজ চাইতে পারব না। অন্য প্রযোজনা সংস্থাকেও নিজে থেকে গিয়ে বলতে চাই না।’’ এরই সঙ্গে সোহম যোগ করলেন, ‘‘সিরিজ়টা দেখার পর যদি কেউ আমার সঙ্গে আগামী দিনে এখানে কাজ করতে চান, তা হলে কোনও আপত্তি নেই।’’
প্রযোজনা সংক্রান্ত কাজ শুরু হয়েছে। কিন্তু অভিনেতা হিসাবে সোহম বলিউড নিয়ে কী ভাবছেন? হেসে বললেন, ‘‘সত্যি বলছি, এখনও সে রকম কোনও প্রস্তাব আমার কাছে আসেনি। যদি কখনও প্রস্তাব আসে তখন নিশ্চয়ই ভেবে দেখব।’’