Amitabh Bachchan Ghibli

জিবলি-জ্বরে আক্রান্ত অমিতাভও, ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে কী লিখলেন অভিনেতা?

বয়স বাড়লেও ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যমের চলতি হাওয়ার বিষয়ে ওয়াকিবহাল থাকেন অমিতাভ। এ বার তিনিও নিজের জিবলি-ছবি পোস্ট করলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:৫৬
image of Amitabh Bachchan

ভাইরাল স্টুডিয়ো জিবলি ছবির ধারা মেনে নিজের ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে ‘জিবলি’ অ্যানিমেশন ঘরানার ছবিতে। সাধারণ মানুষ থেকে তারকা, বাকি নেই কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এ বার ‘স্টুডিয়ো জিবলি’র খেলায় মাতলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

Advertisement

রবিবার নিয়মমাফিক মুম্বইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতের নানা ছবি সমাজমাধ্যমে ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এ বারে তিনি নিজের জিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। শুধু জিবলি নয়, সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেছেন বিগ বি। সেই ছবিগুলিও তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

image of Amitabh Bachchan

রবিবার বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। ছবি: সংগৃহীত।

অমিতাভ ছবিগুলি প্রসঙ্গে লেখেন, ‘‘আর জিবলি সারা বিশ্বকে কব্জা করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা।’’ এরই সঙ্গে অমিতাভ তাঁর ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘‘আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি।’’

অমিতাভের বয়স এখন ৮১ বছর। কিন্তু সময়ের সঙ্গে ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যম নিয়ে তিনি নিজেকেও সময়ের সঙ্গে পাল্টাতে থাকেন। এ বারেও তার অন্যথা হয়নি। অমিতাভের জিবলি ছবিগুলি সমাজমাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন অনুরাগীরা। উল্লেখ্য, অমিতাভ অভিনীত ‘ভেত্তাইয়া’ এবং ‘সেকশন ৮৪’ ছবি দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Advertisement
আরও পড়ুন