জন্মদিন কী ভাবে কাটালেন পরিচালক নন্দিতা রায়? ছবি: সংগৃহীত।
৭০-এর জন্মদিনেও কর্মব্যস্ত নন্দিতা রায়। উইন্ডোজ় প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবি, তাঁর ভীষণ ভাল বস্! বুধবার মধ্য রাত পেরোতেই উদ্যাপন শুরু। সেই উদ্যাপন চলেছে জন্মদিনের দিন, বৃহস্পতিবারেও। বাইপাস সংলগ্ন কিশোরভারতী স্টেডিয়ামে চলছে ‘রক্তবীজ ২’-এর শুটিং। সেখানেই দুপুরে কাঁসার থালায় ভাত, পঞ্চব্যঞ্জন, পায়েস মিলিয়ে এলাহি আয়োজন। দেখে নন্দিতা বলেই ফেললেন, ‘‘জীবনে প্রথম এ ভাবে সাজিয়েগুছিয়ে খাচ্ছি।’’
বুধবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কেক কাটার আয়োজন করা হয়েছিল। শুটিং করতে করতে সেই উদ্যাপনে হাজির আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং আরও অনেকে।
এটা প্রাক্-উদ্যাপন। বৃহস্পতিবার, জন্মদিনের দিন দুপুরে কী হল? এ দিন সকালে নন্দিতা-শিবপ্রসাদের গরমের ছুটির ছবি ‘আমার বস্’-এর টিজ়ার মুক্তি পেল। ছবির সকলকে নিয়ে পরিচালক কেক কেটেছেন এখানেও। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে, ‘‘নন্দিতা রায়ের বস্ কে?’’ এ দিন খোশমেজাজে ছিলেন পরিচালক। বললেন, ‘‘শিবু আমার বস্। সব সুন্দর করে বলে দেয়, বুঝিয়ে দেয়। আমি সেটাই করার চেষ্টা করি।’’ একটু থেমে যোগ করেছেন, ‘‘শিবুর কথা না শুনে কারও উপায় নেই।’’
এই পর্ব মিটতে মিটতে দুপুরের খাওয়ার পালা। নিজের বোন, বোনপো, বান্ধবী এবং দলের সবাইকে নিয়ে পাত পেড়ে খাওয়ার আয়োজন। উচ্ছেভাজা দিয়ে খাওয়া শুরু। টক ডাল, পাঁচ রকম ভাজা, পোস্ত, লইট্যা মাছ, রুই মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি। শেষ পাতে পান।
সবাইকে নিয়ে আড্ডা দিতে দিতে খাওয়াদাওয়া সারতে সারতে নন্দিতা পারিবারিক মেজাজে। দুপুর গড়িয়ে বিকেল। ফের কাজের মেজাজে তিনি। ‘রক্তবীজ ২’ শেষ হলে তবে সাময়িক বিরতি।