শন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ছোট পর্দা থেকেই তাঁর উত্থান। একাধিক ধারাবাহিকের নায়ক শন বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’বছর পর আবার তিনি ধারাবাহিকে প্রত্যাবর্তন করছেন। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রোশনাই’-এ নায়কের চরিত্রে দর্শক শনকে দেখবেন।
মাঝে সিনেমা এবং ওয়েব সিরিজ়ে মন দিয়েছিলেন শন। মাঝে লন্ডনের গ্লোব থিয়েটারের জন্য কিছু ‘মনোলগ’-এর কাজও করেছেন। ধারাবাহিকে ফিরতে এতটা সময় নিলেন কেন? আনন্দবাজার অনলাইনকে শন বললেন, ‘‘প্রস্তাব ছিলই। কিন্তু ভাল গল্প পাচ্ছিলাম না। এখন পেয়ে গিয়েছি। তাই আর দেরি করতে চাইনি।’’ শনের শেষ ধারাবাহিক ছিল ‘মন ফাগুন’। তার আগে ‘আমি সিরাজের বেগম’ বা ‘এখানে আকাশ নীল’-এ মতো ধারাবাহিকেও পেয়েছেন দর্শকের ভালবাসা। বলছিলেন, ‘‘ছোট পর্দা একটা শক্তিশালী মাধ্যম। তা ছাড়া দর্শকের তরফেও অনুরোধ আসতেই থাকে। তাঁদের প্রতি দায়বদ্ধতা থেকেও আমার ছোট পর্দায় ফেরা।’’
লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় ‘রোশনাই’-এর প্রযোজক। ধারাবাহিকের প্রথম প্রোমো থেকে গল্পের আঁচ পাওয়া যাচ্ছে। সেখানে বারাণসীর প্রসঙ্গও রয়েছে। তবে শন এ প্রসঙ্গে এখনই খুব বেশি খোলসা করতে নারাজ। তবে দাবি করলেন, চমক থাকছে একাধিক। গল্পে শন আরণ্যকের চরিত্রে। বললেন, ‘‘এর আগে ধারাবাহিকে আমার চরিত্রগুলো খুবই গম্ভীর ছিল। কম কথা বলে, হাসে না। এ বার আমি একদম বিপরীত মেরুতে। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন।’’
অন্য দিকে, তাঁর বিপরীতে ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী। তাঁর সঙ্গে শনের আলাপ কী রকম? শন বললেন, ‘‘আগে আমরা পাশাপাশি ফ্লোরে শুটিং করতাম। তাই আলাপ ছিলই। এ বার এক সঙ্গে কাজ করছি। অনুষ্কা খুবই মন দিয়ে কাজ করছে। আমার ভালই লাগছে।’’
শিল্পীদের টিকে থাকার ক্ষেত্রে ছোট পর্দা সুরক্ষিত মাধ্যম। সেটাও যে তাঁর ধারাবাহিকে ফেরার অন্যতম কারণ, সে কথাও জানাতে ভুললেন না শন। তাঁর কথায়, ‘‘সে তো বটেই। আমাদের ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা খুবই জরুরি। মেগা থেকেই আমার নাম-যশ। কারণ, ছোট পর্দায় প্রতিদিনই দর্শকদের সঙ্গে একটা নতুন ধরনের আদানপ্রদান হতে থাকে। শিল্পী হিসেবে এই মাধ্যমকে কোনও দিনই অবহেলা করতে পারব না।’’
‘আদানপ্রদান’-এর থেকেই প্রশ্ন ওঠে, ছোট পর্দায় এখন দু’ধরনের নায়ক দেখা যায়। কেউ একটি ধারাবাহিকের পর নতুন ধারাবাহিকে ঝাঁপিয়ে পড়েন। আবার কেউ একটু বিরতি নিতে চান। শনের কাছে কোনটা গুরুত্বপূর্ণ? হারিয়ে যাওয়ার ভয় কাজ করে কি? শন বললেন, ‘‘কে কী ভাবে সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে ছোট পর্দা থেকে দূরে থাকলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি না।’’ কথাপ্রসঙ্গেই ব্যখ্যা করলেন শন, ‘‘আগেও আমার ধারাবাহিক টিআরপি তালিকায় উপরের দিকেই থাকত। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার এক বছর পরেও দর্শক আমাকে মনে রেখেছেন। আমার বিশ্বাস, প্রাসঙ্গিক থাকার একমাত্র শর্ত ভাল কাজ।’’
মার্চ মাস থেকে কলকাতায় ‘রোশনাই’-এর শুটিং শুরু হয়েছে। রবিবার থেকে বারাণসীতে শুরু হবে ধারাবাহিকের আউটডোর। নতুন কাজ নিয়ে কী পরিকল্পনা শনের? হেসে বললেন, ‘‘নতুন ধারাবাহিক মানে নতুন দায়িত্ব। আপাতত এখানেই জান-প্রাণ লড়িয়ে দিতে চাই।’’ চলতি মাসেই শুরু হবে ‘রোশনাই’-এর সম্প্রচার।