জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।
জন্মদিনটা প্রত্যেকের কাছেই বিশেষ আবেগের, অন্য রকম ভাল লাগার। বুধবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কাকতালীয় ভাবে একই দিনে জামাইষষ্ঠী। কোন উদ্যাপনে মত অভিনেতার? সারা দিনের পরিকল্পনাই বা কী? জানালেন আনন্দবাজার অনলাইন-কে।
জন্মদিনে সকাল থেকেই বাড়িতে জয়জিৎ। পরিচিতদের শুভেচ্ছাবার্তার উত্তর দিতে ব্যস্ত। এই দিনটার অবশ্য অন্য অর্থ রয়েছে জয়জিতের কাছে। স্পষ্ট বললেন, ‘‘জন্মদিন মানে প্রত্যেক দিন মৃত্যুর দিকে একটা দিন করে এগিয়ে যাওয়া। ৪৭ বছর বয়স হল আমার। অভিজ্ঞতা ভরপুর। তবে আমি এখনও বিশ্বাস করি, আমার বয়স ১৮ বছর।’’
বুধবার যে আবার জামাইষষ্ঠী। আনন্দবাজার অনলাইনের তরফে এই প্রশ্ন শুনেই জয়জিৎ বললেন, ‘‘আসলে আমি তো শ্বশুরবাড়িতে অবাঞ্ছিত জামাই। বিয়েতে তাঁদের বিশেষ একটা মত ছিল না। আমার শ্বশুরমশাই প্রয়াত হয়েছেন। শাশুড়ি আমাকে নিয়ে সন্তুষ্ট কি না, তা-ও জানি না।’’
২০০৫ সালে জয়জিৎ বিয়ে করেন। শ্বশুড়বাড়ি জলপাইগুড়িতে। অভিনেতার কথায়, ‘‘দূরত্বের কারণে কোনও দিনই সেই ভাবে জামাইষষ্ঠী পালন করতে যেতে পারিনি। শাশুড়ি কলকাতায় এলে অবশ্য এক-দু’বার খাওয়াদাওয়া হয়েছে।’’
জামাইষষ্ঠী পালনে নেই জয়জিৎ। তবে জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে। বললেন, ‘‘ইচ্ছে আছে, রাতে বাড়ির লোকেদের সঙ্গে বাইরে খেতে যাব। এর বেশি কিছু ভাবিনি।’’
জন্মদিনের দিনেই বিশেষ উপলব্ধির কথা জানালেন জয়জিৎ। বললেন, ‘‘ভাল থাকার চেষ্টায় প্রতিটি মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন। জন্মদিনে এটাই আশা, যেন এই কঠিন সময়েও প্রত্যেকেই যেন ভাল থাকেন।’’
এই মুহূর্তে নতুন কাজ নিয়েও আলোচনায় ব্যস্ত জয়জিৎ। তার মধ্যে সিনেমা ও ওয়েব সিরিজ় রয়েছে, তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ অভিনেতা।