Pori Moni Hospitalized

৯ মাসের ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, সেখান থেকেই জানালেন মাতৃদিবসের শুভেচ্ছা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৬:২৭
Pori Moni Hospitalized

ন’ মাসের রাজ্যকে নিয়ে হাসপাতালে পরীমণি। ছবি: সংগৃহীত।

গত চার দিন আগেই কেক কেটে ছেলে শাহিম মহম্মদ রাজ্যের জন্মের ৯ মাস পূর্তি উদ্‌যাপন করেন পরীমণি। তবে মাতৃদিবসেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। গা পুড়ে যাচ্ছে জ্বরে। প্রায় ১০৩ ডিগ্রি তাপমাত্রা। জ্বর না কমায় অভিনেত্রীকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৪ মে যে পোস্ট নিজের সমাজমাধ্যমের পাতায় দেন অভিনেত্রী তাতে জানা যায়, শরীর বেশি খারাপ হওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তবে সেখানে একা নেই তিনি, সঙ্গে রয়েছে তাঁর ৯ মাসের ছেলে রাজ্য। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’’ পাশপাশি নিজেকে মাতৃদিবসের শুভেচ্ছাও জানান।

Advertisement

আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবি 'মা'। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের 'মার্শে দ্যু ফিল্ম'-এ এ বার প্রিমিয়ার হতে চলেছে 'পরী'র ছবি ‘মা’-এর। যদিও নিজে মা হওয়ার আগেই এই ছবির শুটিং শেষ করেন অভিনেত্রী। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁর আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন