Jaya Ahsan

জাপানে জয়া, বিদেশে শুটিং, না কি নিছক ভ্রমণ? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন

কাজের ব্যস্ততা থেকে সময় পেলেই ছুটি কাটাতে পছন্দ করেন জয়া আহসান। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন জাপানে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৮:২১
Bangladeshi actor Jaya Ahsan is vacationing in Japan

এই মুহূর্তে জাপানে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। — ফাইল চিত্র।

ঢাকায় নয়, এই মুহূর্তে সুদূর জাপানে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতা অন্তত সে রকমই জানান দিচ্ছে। বিগত কয়েক দিন ধরেই জাপানের বিভিন্ন জায়গায় তোলা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু তিনি কি জাপানে ঘুরতে গিয়েছেন, না কি কোনও ছবির শুটিংয়ে? উত্তর খুঁজতে আনন্দবাজার অনলাইনের তরফে জয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। জাপান থেকে অভিনেত্রী বললেন, ‘‘শুটিং নয়, ঘুরতেই এসেছি। পরিবারের সঙ্গে এসেছি। আগে কখনও জাপানে আসিনি। দীর্ঘ দিন ধরেই এ রকম একটা ভ্রমণের পরিকল্পনা ছিল। সকলে মিলে পুরো দেশটা ঘুরে দেখছি, খুব মজা করছি।’’

Advertisement
Bangladeshi actor Jaya Ahsan is vacationing in Japan

জাপান থেকে এরকমই বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জয়া। ছবি: ইনস্টাগ্রাম।

এক দু’দিন নয়, প্রায় ২০ দিনের শিডিউল। ইতিমধ্যেই জাপানের একাধিক জায়গায় ঘুরে নিয়েছেন ‘বিসর্জন’ ছবির নায়িকা। বুধবার জয়া রয়েছেন হিরোশিমায়। সেখানকার বিখ্যাত হিরোশিমা পিস মিউজিয়ামের ছবিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। বললেন, ‘‘একদম টুরিস্টের মতো ঘুরে বেড়াচ্ছি। হোক্কাইডো, সাপোরো, টোকিয়ো ঘুরে নিয়েছি। তার পর কিয়োটো এবং ওসাকা। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। খুব ভাল লাগছে।’’

সম্প্রতি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘কড়ক সিংহ’র শুটিং শেষ করেছেন জয়া। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এ ছাড়াও নতুন বাংলা ছবি নিয়েও আলোচনা চলছে বলে জানালেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন