Bollywood Update

তাঁর মুখ দেখেন না সলমন, ভাইজানের মান ভাঙাতে নিজেই মুখ ঢেকে ‘টাইগার ৩’ দেখলেন অর্জুন

বার বার সলমন খানের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কপূর। সম্পর্কের অপ্রত্যাশিত পরিণতির জেরে ভাইজানের চক্ষুশূলও হতে হয়েছে বনি-পুত্রকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২০:৩৮
Salman Khan and Arjun Kapoor.

(বাঁ দিকে) সলমন খান। অর্জুন কপূর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় তারকাদের মধ্যে রেষারেষির পরম্পরা দীর্ঘ দিনের। সাফল্যের নিরিখে হোক বা সম্পর্কের টানাপড়েনে— একাধিক রেষারেষির সাক্ষী থেকেছে বলিউড। এক সময় চিড় ধরেছিল শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্বে। আবার করিনা কপূর খান ও কাজলের সঙ্গে সময়ে সময়ে কথা বন্ধ ছিল কর্ণ জোহরের। যদিও সেই সবই এখন অতীত। তবে এখনও নিজেদের ঝগ়ড়া মিটিয়ে উঠতে পারেননি সলমন খান ও অর্জুন কপূর। বলিউডে কানাঘুষো, এখনও নাকি অর্জুনকে তেমন পছন্দ করেন না ভাইজান। এ দিকে সলমনের মান ভাঙানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন অর্জুন। এমনকি, নিজের মুখ প্রায় ঢেকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘টাইগার ৩’ ছবি দেখলেন অর্জুন।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাক ও টুপি পরে প্রেক্ষাগৃহে বসে সলমনের ছবি দেখছেন অর্জুন। ‘টাইগার ৩’ দেখে ফেলেছেন বটে, তবে এখনও সমাজমাধ্যমের পাতায় ছবি নিয়ে কোনও মতামত প্রকাশ করেননি বনি-পুত্র। তবে বলিপাড়ায় কানাঘুষো, সলমনের সঙ্গে সম্পর্ক শুধরানোর জন্য নাকি আপ্রাণ চেষ্টা করছেন তিনি।

সলমনের বোন অর্পিতা খান শর্মার সঙ্গে এক সময় প্রেম করতেন অর্জুন। কিন্তু সেই প্রেম বেশি দিন টেকেনি। সলমনের একটি ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করার সময় থেকেই নাকি তাঁদের প্রেমের সূত্রপাত। অভিনেতা নয়, প্রথমে পরিচালক হতে চেয়েছিলেন অর্জুন। সলমনই নাকি তাঁকে অভিনয়ের দিকে ঠেলেন। নিজের কর্মজীবনে তো বটেই, নিজের ব্যক্তিগত জীবনেও সলমনকে নিজের বাবার মতো মনে করতেন অর্জুন। তবে অর্পিতার সঙ্গে বিচ্ছেদের পরে তাঁদের সমীকরণ পাল্টে যায়। তিক্ততা আরও বাড়ে, দীর্ঘ দিন পরে যখন অর্জুন মালাইকা অরোরার প্রেমে পড়েন। সলমনের ভাই আরবাজ় খানের স্ত্রী ছিলেন মালাইকা। শোনা যায়, অর্জুনের সঙ্গে মেলামেশা বাড়ার পরেই আরবাজ়ের সঙ্গে নাকি বিচ্ছেদ হয় মালাইকার। এক বার নয়, দু’বার সলমনের কাছের মানুষের মন ভেঙেছেন অর্জুন। তার পর থেকেই অর্জুনের উপর খাপ্পা ভাইজান। এমনকি খবর, অনুষ্ঠানেও বনি-পুত্রকে রীতিমতো এড়িয়ে চলেন তিনি।

Advertisement
আরও পড়ুন