Ibrahim Ali khan

Ibrahim- Mahikaa: ইব্রাহিম-মাহিকার প্রেমের গুঞ্জন! সইফ আর অর্জুন কি তবে আত্মীয়তার পথে?

লন্ডনের ক্লাবে মধ্যরাতে হুল্লোড়ে মেতেছেন ইব্রাহিম-মাহিকা। সইফ আলির পুত্র ,অর্জুন রামপালের কন্যা। ছবিতে ঘনিষ্ঠ মুহূর্তে দু’জনে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৪:২৫

বলিউডে আবার প্রেমের গুঞ্জন। কেন্দ্রবিন্দু দুই তারকাসন্তান। শোনা যাচ্ছে, ছবির পর্দায় আসার আগেই বাস্তবে জমিয়ে প্রেম করছেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং অর্জুন রামপালের কন্য মাহিকা রামপাল। এমনটাই খবর মুম্বই সংবাদমাধ্যমের।মাহিকার ভাগ করে নেওয়া ছবিতে তাঁর সঙ্গে ইব্রাহিম। লন্ডনের এক ক্লাবে মধ্যরাতে কালো টিউব টপ ও কালো ট্রাউজারে ঝকঝকে অর্জুন-কন্যা ঘনিষ্ঠ ভাবেই ধরা দিয়েছেন সইফ-পুত্রের কাছে। আর তার থেকেই তাঁদের প্রেমের চর্চা শুরু। সইফ-অর্জুন কি তবে আত্মীয়তায় বাঁধা পড়বেন আগামীতে? শুরু হয়ে গিয়েছে সেই জল্পনাও।

Advertisement

পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে মাহিকার উচ্ছ্বাসের ছবি আগেও চর্চায় এনেছিল তাঁকে। কিছু দিন আগেই অজয় দেবগণের মেয়ে নায়সা দেবগণের সঙ্গেও হুল্লোড়ে মেতেছিলেন। সেই ছবিও নজর কাড়ে আমজনতার। রামপাল-কন্যার এখনও অভিনয়ে হাতেখড়ি হয়নি। তিনি যে বলিউডের তারকা মহলে নাম লেখাবেন, এমন খবরও পাওয়া যায়নি। তার আগেই মাহিকার জনপ্রিয়তা তুঙ্গে। অনুরাগীর সংখ্যা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। অপর দিকে, বলিউডে ইব্রাহিমের হাতেখড়ি হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে। তবে পর্দায় নয়, ক্যামেরার পিছনে। কর্ণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তবে সূত্রের খবর, শিগগিরই ইব্রাহিমকে অভিনয় করতেও দেখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন