Durnibar Saha

Durnibar Saha: স্ত্রীর সঙ্গে সত্যিই বিচ্ছেদ, সাতসকালেই নতুন প্রেমের স্বীকারোক্তি দুর্নিবারের

স্ত্রী মীনাক্ষীর সঙ্গে সম্পর্ক আদালতে। তার মধ্যেই নতুন প্রেমিকা সম্পর্কে অকপট দুর্নিবার সাহা। প্রকাশ্যেই একে অপরকে জানালেন, ‘ভালবাসি’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১২:৩০

ভালবাসার কথা প্রকাশ্যে বললেন দুর্নিবার সাহা। সেই সঙ্গে বিবাহিত জীবনের বিতর্কেও ইতি টানলেন। রবিবার সাতসকালে দুর্নিবার এবং তাঁর প্রেয়সী ঐন্দ্রিলা সেন এ বার প্রকাশ্যেই একে অপরকে বললেন, ‘‘আমি তোমায় ভালবাসি।’’ দুর্নিবারের দাম্পত্যে সমস্যা, বিয়ে ভাঙার মুখে— সে খবর প্রথম দিয়েছিল আনন্দবাজার অনলাইন। তখন দুর্নিবারের স্ত্রী মীনাক্ষীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ফোন ধরেননি দুর্নিবারও। এ বার দুর্নিবার-ঐন্দ্রিলার বক্তব্য তাঁদের নতুন সম্পর্কেই সিলমোহর দিল। দু’জনের ছবি ভাগ করে নিয়ে ঐন্দ্রিলা লিখেছেন, ‘তুমি যখন কাছে থাকো, জীবন কত সুন্দর মনে হয়। আমার চার পাশে এই সুন্দর পৃথিবী তৈরি করার জন্য, আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি স্বীকার করছি আমি তোমাকে ভালবাসি।’ উত্তর দিয়েছেন দুর্নিবারও। লিখেছেন— ‘ভালবাসি তোমায়, আরও বেশি ভালবাসি।’

Advertisement

বিষয়টি সবিস্তার জানতে ঐন্দ্রিলাকে বার বার যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু তিনি ফোন ধরেননি। অন্য দিকে, আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর সঙ্গেও। তিনি বলেন, ‘‘একটা ক্লাসে আছি। আমি দুর্নিবারের কোনও মন্তব্য বা পোস্ট দেখিনি। এই নিয়ে কোনও মন্তব্য করার দরকার আছে বলে আমার মনে হয় না।’’

Advertisement
আরও পড়ুন