Deepika Padukone

৩৯ বছর বয়সে কত টাকার মালকিন? মুম্বই শহরেই দীপিকার রয়েছে একাধিক বাড়ি

১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। পারিশ্রমিকের দিক থেকেও এগিয়ে তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮
Check the net worth of Deepika Padukone on her 39th birthday

জন্মদিনে প্রকাশ্যে দীপিকা পাড়ুকোনের সম্পত্তির পরিমাণ। ছবি: সংগৃহীত।

৩৯ বছরে পা রাখলেন দীপিকা পাড়ুকোন। আজকের বলিউডে ডিভার কর্মজীবন শুরু হয়েছিল ২০০৫ সালে। সে বছরই প্রথম পোশাকশিল্পী সুনীত বর্মার জন্য মার্জার সরণীতে হেঁটেছিলেন। তার পর থেকে একাধিক বিজ্ঞাপন ও মিউজ়িক ভিডিয়োয় কাজ। অভিনয়ের সফর শুরু কন্নড় ছবি ‘ঐশ্বর্য’ থেকে। তার পরেই ২০০৭ সালে বলিউডে পা। প্রথম ছবিতেই বলিউডের বাদশাহের বিপরীতে তিনি। ‘ওম শান্তি ওম’ ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন দীর্ঘাঙ্গী অভিনেত্রী। টানা টানা চোখে টানা কাজল, সারল্যে ভরা হাসিতে মুগ্ধ করেছিলেন দীপিকা। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে ভারতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। পারিশ্রমিকের দিক থেকেও এগিয়ে তিনি। নায়িকার ৩৯ তম জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণ।

Advertisement

বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটির সম্পত্তির মালিক। জানা যায়, প্রতি ছবির জন্য ৩০ কোটি টাকার আশপাশে পারিশ্রমিক নেন তিনি। হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি টাকা। বার্ষিক আয় ৪০ কোটিক আশপাশে ঘোরাফেরা করে।

২০১৩ সালে মুম্বইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাসস্থান ক্রয় করেন দীপিকা। ১১,২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ১১৯ কোটি টাকা।

এখানেই শেষ নয়। ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার দাম ৪০ কোটি টাকা। মাঝে মধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপবীর। সেখানেও তাঁদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি টাকা।

এ ছাড়াও বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের মুখ হিসাবেও আয় করেন তিনি। বর্তমানে তাঁর নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে।

Advertisement
আরও পড়ুন