ISL Derby

ফের ডার্বির ভবিষ্যৎ নিয়ে জটিলতা! মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের

শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ম্যাচের আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২০
অনিশ্চিত আগামী ১১ জানুয়ারি যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ডার্বি।

অনিশ্চিত আগামী ১১ জানুয়ারি যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ডার্বি। —ফাইল চিত্র।

অনিশ্চিত আগামী ১১ জানুয়ারি যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ডার্বি! শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ম্যাচের আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।

Advertisement

আর জি কর কাণ্ডের জেরে গত ১৮ অগস্ট ডুরান্ড কাপের ডার্বিও বাতিল হয়ে গিয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেট অনুমতি না দেওয়ায়। এ বার কাঁটা গঙ্গাসাগর মেলা। প্রশ্ন উঠছে ১১ জানুয়ারির ডার্বির ভবিষ্যৎ কী? এই পরিস্থিতিতে ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। অথবা কেন্দ্র বদল হতে পারে। মোহনবাগান কর্তারা যদিও কেন্দ্র বদলের পক্ষে নয়। আইএসএলের সঙ্গে তাঁদের আলোচনার পরেই স্পষ্ট হবে ডার্বির ভবিষ্যৎ।

মোহনবাগানে অস্বস্তি বাড়ছে দিমিত্রি পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্ট-কে নিয়েও। চোটের কারণে পঞ্জাব এফসি ম্যাচে ছিলেন না দুই তারকা। ২ জানুয়ারি হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেও নেই দিমিত্রি। খেলার সম্ভাবনা কম গ্রেগের-ও।

Advertisement
আরও পড়ুন