Today’s Sports Events

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন এড়াতে পারবে ভারত? রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ, আর কী কী

মেলবোর্ন টেস্টে আবারও ভারতের ব্যাটারেরা ব্যর্থ। অস্ট্রেলিয়ার অর্ধেক রানও তুলতে পারেনি ভারত। এর মধ্যেই হারিয়েছে পাঁচটি উইকেট। তারা পারবে ম্যাচে ফিরতে? ফুটবলে রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। এ ছাড়া পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট এবং বিজয় হজারেতে বাংলার ম্যাচ রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২২

—ফাইল চিত্র।

মেলবোর্ন টেস্টে আবারও ভারতের ব্যাটারেরা ব্যর্থ। টপ অর্ডারের একাধিক ব্যাটার ভাল খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার অর্ধেক রানও তুলতে পারেনি ভারত। এর মধ্যেই হারিয়েছে পাঁচটি উইকেট। তারা কি পারবে ম্যাচে ফিরতে? ফুটবলে রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। বছরের শেষ ম্যাচে খেলতে নামবে লাল-হলুদ। জয়ের হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তাদের কাছে। এ ছাড়া পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট এবং বিজয় হজারেতে বাংলার ম্যাচ রয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো-অন এড়াবে ভারত? তৃতীয় দিনের খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের অবস্থা খুব একটা ভাল নয়। এখনও তারা ৩১০ রানে পিছিয়ে আছে। হাতে মাত্র পাঁচটি উইকেট। ভারত কি ফলো-অন এড়াতে পারবে? তৃতীয় দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস ১ এবং ডিজ়নি হটস্টার অ্যাপে।

হায়দরাবাদের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, জিততে পারবেন ক্লেটনরা?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে প্রথম বার জয়ের হ্যাটট্রিকের সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। বছরের শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলবে তারা। এটি লাল-হলুদের অ্যাওয়ে ম্যাচ। ক্লেটন সিলভারা জিততে পারবেন? বিকেল ৫টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩, স্টার স্পোর্টস ৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা

পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় তারা। পাকিস্তান ম্যাচে ফিরতে পারবে? খেলা শুরু দুপুর ১.৩০টা থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮-১ এবং জিয়ো সিনেমা অ্যাপে।

বরোদার বিরুদ্ধে বিজয় হজারেতে নামছে বাংলা

বিজয় হজারে ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলা। সামনে গ্রুপের শীর্ষে থাকা বরোদা। আগের ম্যাচে জেতা বাংলা কি পারবে হার্দিক পাণ্ড্যদের দলকে হারাতে। সকাল ৯টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement
আরও পড়ুন