Ankita Lokhande

Ankita Lokhande-Vicky Jain: ভিকির হাতে হাত, হলুদ-মাখা পায়ের ছাপে গৃহপ্রবেশ নতুন বউ অঙ্কিতার

নিয়ম মেনে হলুদের থালায় হাত ডুবিয়ে নতুন বাড়ির দেওয়ালে তার ছাপ দিলেন নবদম্পতি। সেই থালা তার পর অঙ্কিতার পায়ের সামনে রাখলেন ভিকি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৮:৩৬
সম্প্রতি গৃহপ্রবেশের পুজো সারলেন ভিকি এবং অঙ্কিতা।

সম্প্রতি গৃহপ্রবেশের পুজো সারলেন ভিকি এবং অঙ্কিতা।

নতুন বাড়িতে নতুন সংসার পাতবেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। সম্প্রতি গৃহপ্রবেশের পুজো সারলেন তারকা দম্পতি। বিশেষ দিনের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

নিয়ম মেনে হলুদের থালায় হাত ডুবিয়ে নতুন বাড়ির দেওয়ালে তার ছাপ দিলেন নবদম্পতি। এর পরে সেই থালা অঙ্কিতার পায়ের সামনে রাখলেন ভিকি। থালায় পা রাখলেন অঙ্কিতা। হলুদ মাখা পায়ের ছাপে ঘরে ঢুকলেন নতুন বউ। স্বামীর হাতে হাত রেখে।

Advertisement

পুজোর দিনে অঙ্কিতা পরেছিলেন নীল রঙের শাড়ি। নতুন কনের সিঁথিতে জ্বলজ্বলে সিঁদুর। মাথায় ঘোমটা। হাল্কা নীল শার্ট, কালো প্যান্টে পাল্লা দিয়েছেন ভিকিও। অঙ্কিতা-ভিকিকে নতুন অধ্যায় শুরু করত দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা।

গত ১৪ ডিসেম্বর ধুমধাম করে সাত পাক ঘোরেন তাঁরা। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। এ বার সংসার শুরুর পালা।

Advertisement
আরও পড়ুন