Anil Kapoor

Anil Kapoor-Kangana Ranaut: কঙ্গনার জন্য কি ঘর ভাঙছে অনিল কপূরের? জোর চর্চা বলিউডে

সত্যিই কি আলাদা হয়ে গিয়েছেন অনীল-সুনীতা? মায়ানগরীতে কান পাততেই বেরিয়ে এল সেই কাহিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৪:২৮
কঙ্গনা রানাউত (বাঁ দিকে); অনিল-সুনীতা (ডান দিকে)

কঙ্গনা রানাউত (বাঁ দিকে); অনিল-সুনীতা (ডান দিকে)

সামান্থা প্রভু-নাগা চৈতন্যর বিচ্ছেদ। প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে ভাঙা নিয়ে তুমুল জল্পনা। সেই তালিকাতেই কি এ বার নাম লেখাচ্ছেন অনিল কপূর এবং সুনীতা কপূর? আপাতত তেমন আশঙ্কাতেই তোলপাড় বলিউড। দেদার কানাঘুষো বলছে, দীর্ঘ দিনের সংসার ভাঙতে চলেছেন ‘মিস্টার ইন্ডিয়া’। এবং সবটাই নাকি কঙ্গনা রানাউতের কারণে।

কিন্তু সত্যিই কি আলাদা হয়ে গিয়েছেন অনীল-সুনীতা? কেন এমন রটছে বলিউডে?

Advertisement

মায়ানগরীতে কান পাততেই বেরিয়ে এল অন্য এক কাহিনি। শোনা গিয়েছে, বেশ কয়েক বছর আগে একটি টেলিভিশন শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনিল, কঙ্গনা দু’জনেই। সেখানেই সঞ্চালক কর্ণ জোহর অনিলকে প্রশ্ন করেন— ‘কোন নারীর জন্য অনিল নিজের স্ত্রীকে ছাড়তে রাজি?’ অনিল পাশে বসা কঙ্গনার নাম বলেন। তা নিয়ে কঙ্গনার সঙ্গে মশকরা শুরু করেন কর্ণও। তাতেই নাকি লজ্জায় একেবারে রাঙা হয়ে যান বলিউডের ‘কুইন’। ব্যস! সেখান থেকেই যাবতীয় গুজবের শুরু।

কিন্তু গল্পের গরু দশ বছর পরে গাছে উঠল কেন? যা রটে, তার একটুও কি বটে?

উত্তর মেলেনি।

Advertisement
আরও পড়ুন