Anil Kapoor

Anil Kapoor-Sonam Kapoor: দাদু হওয়ার আনন্দে আটখানা ‘মিস্টার ইন্ডিয়া’, অন্তঃসত্ত্বা মেয়ের ছবি পোস্ট করলেন অনিল

অনিল তাঁর লেখার সঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন। যে চারটি ছবি আনন্দ আর সোনমও পোস্ট করেছেন সোমবার সকালে। দুপুরে সেই ছবিগুলিই পোস্ট করলেন হবু দাদু। সেখানে দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি আর ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন আনন্দ। তাঁর কোলে শুয়ে রয়েছেন হবু মা। পরনে তাঁর কালো বিকিনি টপ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৭:৩১
মেয়ে সোনমের সঙ্গে অনিল

মেয়ে সোনমের সঙ্গে অনিল

আগামী অগস্ট মাসেই দাদু হবেন অনিল কপূর। বড় মেয়ে সোনম কপূর অন্তঃসত্ত্বা। মেয়ে এবং জামাই আনন্দ আহুজার ছবি পোস্ট করে নিজের উত্তেজনার কথা জানালেন ‘মিস্টার ইন্ডিয়া’।
টুইট করলেন, ‘সব থেকে মজাদার ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছি। দাদু হতে চলেছি আমি। আমাদের সকলের জীবন পালটে যাবে! আর তার জন্য কৃতজ্ঞ আমি।’ শেষে মেয়ে-জামাইকে উল্লেখ করে লিখলেন, ‘এই সুখবরটি দিয়ে তোমরা যে আমাদের কতটা আনন্দ দিলে, কী করে বোঝাব!’

অনিল তাঁর লেখার সঙ্গে চারটি ছবি পোস্ট করেছেন। যে চারটি ছবি আনন্দ আর সোনমও পোস্ট করেছেন সোমবার সকালে। দুপুরে সেই ছবিগুলিই পোস্ট করলেন হবু দাদু। সেখানে দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি আর ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন আনন্দ। তাঁর কোলে শুয়ে রয়েছেন হবু মা। পরনে তাঁর কালো বিকিনি টপ।

Advertisement

সোমবার সকালে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন সোনম-আনন্দ। দু’জনেই তাঁদের আগত সন্তানকে উল্লেখ করে লিখেছেন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সঙ্গে এক তালে হৃদ্‌কম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়ে। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি।’

গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ছবি পোস্টের ক্ষেত্রে সাবধানী হয়েছেন সোনম। বেশির ভাগ সময়ে তিনি ‘থ্রোব্যাক’ অর্থাৎ পুরনো ছবি দিতেন। বাকি ছবিগুলিতে সোনম নিজের শারীরিক পরিবর্তন আড়াল করেছেন সুকৌশলে। কখনও বসা বা দাঁড়ানোর ভঙ্গিতে, কখনও আবার ঢলঢলের পোশাকের সাহায্যে মাতৃত্বের চিহ্ন লুকিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন