Amitabh Bachchan

Amitabh Bachchan: দ্বিতীয় বার কোভিড আক্রান্ত অমিতাভ বচ্চন, নিজেই জানালেন টুইটারে

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০০:০৬
অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

দ্বিতীয় বার কোভিড আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। অভিনেতা নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

Advertisement

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তাঁর পুত্র অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। কোভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তাঁরা বাড়িতেই বিচ্ছিন্নবাসে ছিলেন।

Advertisement
আরও পড়ুন