Prithviraj Chauhan

Prithviraj: ‘পৃথ্বীরাজ’ এ বার ‘সম্রাট পৃথ্বীরাজ’, করণি সেনার চাপে নাম বদল অক্ষয়ের ছবির

‘পদ্মাবৎ’-এর পরে ‘সম্রাট পৃথ্বীরাজ’। করণি সেনার চাপে ফের নাম বদলের পথে হাঁটল বলিউড ছবি। অক্ষয় কুমারের ছবিটি নিয়ে মামলা দায়ের হয়েছিল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৯:৪৫
ছবির একটি দৃশ্যে অক্ষয় কুমার।

ছবির একটি দৃশ্যে অক্ষয় কুমার।

করণি সেনার চাপের কাছে ফের মাথা নোয়াল বলিউড। মুক্তির আগেই ‘পৃথ্বীরাজ’ ছবির নাম বদলে দিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। অক্ষয় কুমার, মানুষী চিল্লার অভিনীত ছবির নতুন নাম হল ‘সম্রাট পৃথ্বীরাজ’। এর আগে একই কারণে ‘পদ্মাবতী’ ছবির নাম বদলে হয়েছিল ‘পদ্মাবৎ’।

দ্বাদশ শতকে পৃথ্বীরাজ চহ্বাণের রাজপাটের কাহিনি নিয়ে যশরাজ ফিল্মসের এই নতুন ছবি। পৃথ্বীরাজের ভূমিকায় অক্ষয় কুমার। ছবি নিয়ে চর্চা শুরু হতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা। যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি মহান শাসককে, এমন অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ছবির নাম ‘সম্রাট পৃথ্বীরাজ’ করার দাবি তোলে করণি সেনা। নাম বদল না হলে ছবি বয়কটের ডাকও দিয়েছিল তারা।

Advertisement

মুম্বই সংবাদমাধ্যমের খবর, সেই দাবিই মেনে নিয়ে শুক্রবার ছবির নাম বদলে দিয়েছে প্রযোজনা সংস্থা। যশরাজ ফিল্মসের তরফে চিঠি দিয়ে করণি সেনাকে জানানো হয়েছে, তাঁদের আপত্তি মেনে ছবির নাম বদলে দেওয়া হল। চিঠিতে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, ‘কারও আবেগ-অনুভূতি বা বিশ্বাসে আঘাত দেওয়া কিংবা পৃথ্বীরাজ চহ্বানের মতো মহান শাসককে অসম্মানের কোনও উদ্দেশ্য আমাদের নেই। বরং আমরা তাঁর সাহসিকতা, সাফল্য এবং এ দেশের ইতিহাসে তাঁর অবদানকেই উদ্‌যাপন করতে চাই।’

এর আগে ২০১৮ সালে দীপিকা পাড়ুকোন, শাহিদ কপূর অভিনীত ‘পদ্মাবৎ’ ছবিটি নিয়েও একই ধরনের বিতর্ক হয়। করণি সেনার তুমুল প্রতিবাদ, দেশ জুড়ে আন্দোলন, জনরোষের পরে ছবিটির আগের নাম ‘পদ্মাবতী’ বদলে নতুন নাম রাখা হয়। সে কথা মাথায় রেখেই কি এ বার আগেভাগে পিছু হটল যশরাজ ফিল্মস?

Advertisement
আরও পড়ুন