Movie release in Eid

১১ এপ্রিল চূড়ান্ত! নেপথ্যে ইদ, এক দিন মুক্তি পিছোল দু’টি হিন্দি ছবির

ইদের জন্য ‘ময়দান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবি দু’টির মুক্তি এক দিন পিছোল। ছবি দু’টি আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১৪:২৭
Akshay kumar and Tiger Shroff starrer Bade Miyan Chote Miyan and Ajay Devgn’s Maidaan to now release on April 11

(বাঁ দিকে) ‘ময়দান’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (ডান দিকে) ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।

ইদের কথা মাথায় রেখে বাংলা ছবি ‘মির্জ়া’র মুক্তি এক দিন পিছিয়েছে। এ বার একই পথে হাঁটল চলতি সপ্তাহের দু’টি বড় বাজেটের হিন্দি ছবি। চলতি সপ্তাহে ‘ময়দান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ মুক্তি পাওয়ার কথা। প্রথমে দু’টি ছবিরই ১০ এপ্রিল বুধবার মুক্তি চূড়ান্ত ছিল। কিন্তু সোমবার রাতে নির্মাতারা জানিয়েছেন, ছবি দু’টি আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে।

Advertisement

আসলে প্রথমে ইদের কথা ভেবেই নির্মাতারা তাঁদের ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পরে জানা যায়, দেশ জুড়ে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার ইদ পালিত হবে। তাই দু’টি ছবির মুক্তিই এক দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। অক্ষয় সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘সপরিবার ১১ এপ্রিল ইদের দিন ছবি দেখুন।’’ অন্য দিকে ‘ময়দান’-এর কেন্দ্রে রয়েছেন অজয় দেবগন। অজয় তাঁর সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, ‘‘১০ এপ্রিল পেড প্রিভিউ থাকছে। কিন্তু প্রকৃত অর্থে ‘ময়দান’ ১১ এপ্রিল ইদের দিন মুক্তি পাচ্ছে।’’

সোমবার আনন্দবাজার অনলাইন জানিয়েছিল, শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হিন্দি ছবি দু’টির ‘পেড প্রিভিউ’-এর ব্যবস্থা থাকছে। তবে মঙ্গলবার জানা যাচ্ছে ‘ময়দান’-এর শো থাকবে সন্ধ্যা ছ’টার পর। অন্য দিকে, বুধবার ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র কোনও শো থাকছে না। সন্ধ্যায় দুই হিন্দি ছবির ভিড়ে তাই অঙ্কুশও ‘মির্জ়া’ রিলিজ় করতে চাননি। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছিলেন, ‘‘ইদের চাঁদের উপরে সব কিছু নির্ভর করছে। সেই অর্থে বুধবার প্রেক্ষাগৃহে খুব বেশি ভিড় হবে না। হিন্দি ছবিগুলো বুধবারে অল্প পেড শো দেখাবে। আসলে বৃহস্পতিবার সকাল থেকেই সবাই শো পাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement