Ajay Devgn

পানমশলার বিজ্ঞাপন নিয়ে হাসাহাসিতে বিরক্ত হন অজয়? অবশেষে মুখ খুললেন অভিনেতা

‘অজয় দেবগন মিম’ বলে গুগলে খুঁজলেও বেরিয়ে আসবে একগুচ্ছ মিম। গত বেশ কয়েক বছর ধরে নেটপাড়ায় হাসির খোরাক হচ্ছেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৪:৪৫
Ajay Devgn reacted to memes and trolls on his paan masala advertisement

পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন অজয় দেবগন। ছবি: সংগৃহীত।

পানমশলার বিজ্ঞাপনে কাজ করে বিতর্কের মুখে পড়েছিলেন অজয় দেবগন। সমালোচনাও হয়েছিল অভিনেতাকে নিয়ে। তবে গুরুগম্ভীর সমালোচনার পাশাপাশি তাঁকে নিয়ে সমাজমাধ্যমে মশকরাও কম হয়নি। ‘অজয় দেবগন মিম’ বলে গুগলে খুঁজলেও বেরিয়ে আসবে একগুচ্ছ মিম। নেটপাড়ায় হাসির খোরাক হয়ে উঠেছেন অভিনেতা। বিষয়টি নিয়ে কি কোনও আপত্তি নেই অভিনেতার? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

যতই হাসি বা মশকরা হোক, অজয় নাকি মাথাই ঘামান না। অভিনেতা সাক্ষাৎকারে বলেছেন, “ঠিক আছে। কোনও অসুবিধা নেই। আমার কিছু যায় আসে না।” দীর্ঘদিন ধরে এই পানমশলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অজয়। বেশ কয়েক বার শাহরুখ খান ও অক্ষয় কুমারও যোগ দিয়েছেন তাঁর সঙ্গে। তবে একটা সময় পরে অক্ষয় এই পানমশলার ব্র্যান্ডের চুক্তি থেকে বেরিয়ে আসেন।

অক্ষয় একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনও রকম নেশার দ্রব্য ব্যবহার করেন না। তার পরেই এই পানমশলার হয়ে বিজ্ঞাপন করায় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। নেটাগরিকেরা কটাক্ষ করে বলেছিলেন, “এই একই ব্র্যান্ড কিন্তু তামাকের হয়েও প্রচার করে!” এই কটাক্ষ শুনেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন অক্ষয় কুমার। তবে রয়ে গিয়েছেন অজয়। সম্প্রতি টাইগার শ্রফ এই ব্র্যান্ডে যোগ দিয়েছেন।

দীপাবলিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরিচালনায় ‘সিংহম আগেন’। বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি এই পুলিশ-ব্রহ্মাণ্ড ছবি। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন করিনা কপূর খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, অর্জুন কপূর, টাইগার শ্রফ, শ্বেতা তিওয়ারি।

আরও পড়ুন
Advertisement