New Look

‘গোবর দেবী’ মাথা মুড়িয়ে ‘নাড়ু’! ছবির পর ছোট পর্দায় নায়িকার মুণ্ডিতমস্তক-ই এখন ট্রেন্ড?

সুস্মিতা বলেছেন, “দো পাত্তি’ ছবিটি দেখার পর হঠাৎ এক দিন স্বপ্নে দেখি, কৃতি শ্যানন সাহেবদা (ভট্টাচার্য)-কে নিয়ে চলে যাচ্ছেন!”

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:১৬
(বাঁ দিক) সুস্মিতা দে, রুক্মিণী মৈত্র (ডান দিকে)।

(বাঁ দিক) সুস্মিতা দে, রুক্মিণী মৈত্র (ডান দিকে)। ছবি: ফেসবুক।

সমাজমাধ্যমে ভাইরাল ‘নাড়ু’! ন্যাড়া মাথায় সিঁদুর, কপালে টিপ পরে সাড়া ফেলে দিয়েছেন ছোট পর্দার এক মহিলা চরিত্র। ধারাবাহিক ‘কথা’য় মাত্র এক দিনের একটি দৃশ্যে তিনি সাড়া ফেলে দিয়েছেন। কে এই ‘নাড়ু’? ধারাবাহিক এবং সমাজমাধ্যমের কল্যাণে সকলেই জানেন, স্টার জলসার এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে। মাত্র একটি দৃশ্যে ‘গোবর দেবী’ থেকে ‘না়ড়ু’ হয়ে গিয়েছিলেন তিনি। সেই দৃশ্যে তাঁর সাজগোজ মাতিয়ে দিয়েছে শুটিং সেট এবং অনুরাগীদের।

Advertisement

হঠাৎ ‘গোবর দেবী’র এই দশা কেন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সকাল সকাল সেটে পৌঁছে শুটিং শুরু করে দিয়েছেন সুস্মিতা। ফোনে প্রশ্ন শুনে ঝরঝরিয়ে হেসে ফেলেছেন। বলেছেন, “আর বলবেন না! ‘গোবরদেবী’ মানে ধারাবাহিকের নায়িকা ‘কথা’ ভীষণ অদ্ভুত। বিদঘুটে স্বপ্ন দেখে। সে দেখেছে, সে ন্যাড়ামাথা হয়ে গিয়েছে। আবার নায়ক এভি ওই ন্যাড়া মাথাতেই ভালবেসে সিঁদুর পরাচ্ছে!” কোনও মতে কথা শেষে করেই ফের হাসি। অর্থাৎ, এ ভাবেই ‘গোবর দেবী’ থেকে ‘নাড়ু’ হয়েছেন নায়িকা। বাস্তবে কী হচ্ছে? “কী আর হচ্ছে! সকলে এক বার করে আসছেন। ‘নাড়ু’ বলে আদর করে ডেকে চলে যাচ্ছেন”, জবাব দিলেন অভিনেত্রী।

সুস্মিতা এবং রুক্মিণী।

সুস্মিতা এবং রুক্মিণী। ছবি: ফেসবুক।

সুস্মিতাও নিজেকে আয়নায় দেখে নিশ্চয়ই খুশি? প্রশ্ন রাখতে না রাখতেই তীব্র আপত্তি। জোরালো জবাব এল, “মোটেই না। আমার লম্বা চুলই ভাল। ওতে আমায় বেশি ভাল দেখায়। মা-বাবাও সে কথাই বলেছে।” তবে সেট থেকে সমাজমাধ্যম— বাকিরা যে ‘নাড়ু’কে ভালবেসে ফেলেছেন সলজ্জ ভাবে সে কথাও জানিয়েছেন তিনি।

কয়েক মাস আগে বড় পর্দায় রুক্মিণী মৈত্র একই ভাবে ‘ন্যাড়া’ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। এ বার ছোট পর্দায় সুস্মিতা। অর্থাৎ, বাংলা বিনোদন দুনিয়ায় নায়িকাদের ‘মুণ্ডিতমস্তক’ হালফিলের ট্রেন্ড? এর অবশ্য কোনও জবাব নেই সুস্মিতার কাছে। জানিয়েছেন, ছোট পর্দায় কোনও নায়িকাকে এই প্রথম ন্যাড়ামাথা দেখানো হল। এবং সেটি তিনিই প্রথম করলেন। সেই দিক থেকে এই দৃশ্যে অভিনয় করে নায়িকা ভীষণ খুশি।

কথায় কথায় এও জানিয়েছেন, পর্দায় ‘গোবর দেবী’ যেমন বিদঘুটে স্বপ্ন দেখেন বাস্তবে সুস্মিতাও নাকি একই পথের পথিক! এই প্রসঙ্গে মজার একটি অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। বলেছেন, “দো পাত্তি’ ছবিটি দেখার পর হঠাৎ এক দিন স্বপ্নে দেখি, কৃতি শ্যানন সাহেবদা (ভট্টাচার্য)-কে নিয়ে চলে যাচ্ছেন! আমি সাহেবদাকে আটকানোর কোনও উপায় না দেখে শেষে ওর নতুন গাড়িটাই চালানোর চেষ্টা করছি। যদি গা়ড়ির টানে হুঁশ ফেরে!” বাস্তবে কৃতি না হোন, অন্য কোনও নায়িকা একই ভাবে ধারাবাহিকের নায়ককে নিয়ে যেতে চাইলে...? তড়িঘড়ি জবাব এল, “এটা তো বাস্তব! এখানে এমন ভুলভাল কিছু ঘটবেই না।”

Advertisement
আরও পড়ুন