Trp Rating Chart

TV Serial: আবার সেরার সেরা ‘মিঠাই’, ‘সৌগুন’-এর মিলনে দ্বিতীয় স্থানে ‘খড়কুটো’  

রাজা-মাম্পির বিয়ের সানাই বাজতেই রেটিং চার্টে নবম স্থান দখল করেছে ‘দেশের মাটি’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৪:৩৫
‘মিঠাই’ ধারাবাহিক

‘মিঠাই’ ধারাবাহিক

নিজের রেকর্ড নিজেই ভাঙছে ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিক চলতি সপ্তাহে ১২.৩ পেয়ে আবার ‘বাংলা সেরা’। ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থের দাবি, গোপালের ‘হেলেপ’-এই নাকি এই অসম্ভব সম্ভব হচ্ছে। ধারাবাহিকের গায়ে বিয়ের জল লাগলেই নাকি সেই ধারাবাহিক হিট। এমন কথাও চালু টেলিপাড়ায়। তার জলজ্যান্ত উদাহরণ, ‘খড়কুটো’। প্রথম বিবাহ বার্ষিকীতে সৌজন্য-গুনগুন আরও এক বার সাত পাক ঘুরতেই ৯.৩ পেয়ে দ্বিতীয় স্থানে স্টার জলসার এই ধারাবাহিক। ৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ‘অপরাজিতা অপু’।

একই ভাবে রোহিত সেন-শ্রীময়ী বিয়েতে রাজি হতেই নড়ে বসেছে দর্শক। ধারাবাহিকও ৭.৩ পেয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানের দাবিদার তিন ধারাবাহিক। ৭.১ নম্বর পেয়ে এই স্থানে ‘কৃষ্ণকলি’, ‘গঙ্গারাম’, ‘মহাপীঠ তারাপীঠ’।

Advertisement

চলতি সপ্তাহে জি বাংলার মোট নম্বর ৬৩৪। স্টার জলসা পেয়েছে ৬২৯। ধারাবাহিকের সার্বিক ভাল ফল রেটিং চার্টে এগিয়ে আসতে সাহায্য করেছে স্টার জলসাকে। বাকিরা কে কোথায়? চোখ রাখুন ।

দেখুন রেটিং চার্ট

দেখুন রেটিং চার্ট

Advertisement
আরও পড়ুন