Kabir Suman

প্রস্তাব এলেই যে আমি সঙ্গীত পরিচালনা করতে রাজি হব, কেউ তা ভাবলে ভুল করবেন: কবীর সুমন

বহু দিন পর সঙ্গীত পরিচালকের আসনে বসলেন কবীর সুমন। তবে তাঁর ‌আবশ্যিক শর্ত, আগে গল্প পছন্দ হতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১১:০৫
Image of Kabir Suman

দীর্ঘ সময়ের পর ফের কোনও ছবির সঙ্গীত পরিচালনা করলেন কবীর সুমন। ছবি: সংগৃহীত।

বয়স তাঁর কাছে হার মেনেছে। পঁচাত্তরের ‘তরুণ’ কবীর সুমন এখনও সঙ্গীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো। সম্প্রতি সময় বার করে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন তিনি। পারমিতা মুন্সী পরিচালিত ছবিটির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।

টলিপাড়া থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে সুমনের একাধিক ‌অনুযোগ রয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, পরিচিত এবং কাছের বন্ধুবান্ধবের অনুরোধ তিনি ফেলতে পারেন না। ঠিক তেমনটাই ঘটেছে পারমিতার ক্ষেত্রে। সুমনের সঙ্গে পারমিতার প্রায় দু’দশকের বন্ধুত্ব। এর আগে পরিচালকের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লাস্ট ট্রাম’ এবং ‘গুহামানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘তোমাকে চাই’-এর গায়ক। আনন্দবাজার অনলাইনকে সুমন বলছিলেন, ‘‘যাঁরা আমার বিপদে-আপদে পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে কাজ করতে তো আমার কোনও আপত্তি নেই।’’

Advertisement
Image of Paramita Munsi and Kabir Suman

‘ম্যারেজ অ্যানিভার্সারি’ ছবির গান রেকর্ডিংয়ের মাঝে সুমনের সঙ্গে পারমিতা। ছবি: সংগৃহীত।

এই ছবিতে ‘এভাবেও শেষ হতে পারে’ গানটির গীতিকার সুমন। প্রথমে পরিচালক একটি পুরনো আধুনিক গান ছবিতে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সুমন নিজে নতুন গান ব্যবহার করতে আগ্রহী ছিলেন। সুমনের কথায়, ‘‘আমি কিন্তু আগে ছবির গল্প শুনেছি। তার পর মনে হয়েছে যে, এই গল্পের জন্য আমার নতুন গান তৈরি করা উচিত। তাই প্রস্তাব এলেই যে রাজি হব, কেউ সেটা ভাবলে ভুল করবেন।’’

ছবিতে কবীর সুমনের এই স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ পারমিতার কথায়, ‘‘মেঘ না চাইতেই জল’’-এর সমান। পরিচালক বললেন, ‘‘আসলে সুমনদার সঙ্গে যে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে তা নয়। কিন্তু যখন কথা হয়, তখন দূরত্বটা মিলিয়ে যায়। আমি প্রস্তাব দিতেই উনি রাজি হয়ে যান।’’ এর সঙ্গেই পারমিতা যোগ করলেন, ‘‘দু’দিন পর উনি ফোনে গল্পটা শুনলেন এবং বললেন নতুন গান লিখবেন। মাত্র আধ ঘণ্টার মধ্যে গানটা লিখে দাদা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন! উনি সত্যিই জিনিয়াস।’’

Image of Debleena Dutt from the movie Marriage Anniversary

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। ছবি: সংগৃহীত।

‘ম্যারেজ অ্যানিভার্সারি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, সুজন (নীল) মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ইন্দ্রাণী ঘোষ, সুজয় বিশ্বাস এবং পাপিয়া রাও। ছবিটি কয়েক মাসের মধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা। ছবিতে সুমনের গাওয়া গানটিকেও অ্যালবাম আকারে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ় করার ইচ্ছা রয়েছে নির্মাতাদের।

Advertisement
আরও পড়ুন