New Hindi Series

অনুরাগের প্রযোজনায় ‘ডন’ সঙ্ঘশ্রী! মুম্বই সেন্ট্রাল জেলে শুটিং-ও সারলেন দু’দিন

গত ন’মাস ধরে বসেছিলেন তিনি। বাংলা কাজ দেয়নি তাঁকে। খবর, এর পরেই নাকি বলিউডে পাড়ি জমান তিনি। পরীক্ষা দেন নতুন কাজের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২১:২০
হিন্দি ‘বন্দি’ সিরিজ়ে সঙ্ঘশ্রী সিংহ মিত্র।

হিন্দি ‘বন্দি’ সিরিজ়ে সঙ্ঘশ্রী সিংহ মিত্র। ছবি: ফেসবুক।

স্থান ‘মুম্বই সেন্ট্রাল জেল’। মেয়েদের জেলে নীল পাড় সাদা শাড়িতে তিনি! মুখ চুন। বেশি কথা বলছেন না কারও সঙ্গে। কপালজোড়ে মুঠোফোন রাখার অনুমতিটুকু পেয়েছেন। হাজতের অন্দরে বসে তাই দিয়েই নাকি খেল দেখাচ্ছেন ‘ডন’ সঙ্ঘশ্রী সিংহ মিত্র! বাংলার অভিনেত্রীর এমন অবস্থা কেন? প্রযোজক, পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর কারণেই নাকি এই দশা তাঁর।

Advertisement

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের উপায় নেই। তাঁর ফোন বেশির ভাগ সময়ে বন্ধ। এ দিকে খবর, সঙ্ঘশ্রী অনুরাগ কাশ্যপের প্রযোজনা সংস্থার নতুন সিরিজ় ‘বন্দি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সৌরভ শুক্লর বিপরীতে দেখা যাবে তাঁকে। সৌরভ এক ভোজপুরী ডনের ভূমিকায়। সঙ্ঘশ্রী তাঁর নির্যাতিত বাঙালি বৌয়ের চরিত্রে। সিরিজ়ে শুরুতে তিনি সৌরভের বাড়ির রান্নার কাজ করতেন। বিয়ের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ দিকে অত্যাচারের মাত্রা বাড়ায় স্বামী। নিজেকে এবং সন্তানকে বাঁচাতে ছুরি মেরে স্বামীকে খুন করেন অভিনেত্রী। তার পরেই জেলে। এবং সেখানে বসে স্বামীর গ্যাংয়ের ‘ডন’ হয়ে বসেন।

দিন দুই জেলে শুটিং করেছেন তিনি। সিরিজ়ের পরিচালক নূপুর আস্থানা। আরও জানা গিয়েছে, চলতি বছর কোনও কাজ ছিল না সঙ্ঘশ্রীর হাতে। না ছোট পর্দা, না বড় পর্দা, না সিরিজ়— বাংলা বিনোদন মাধ্যম তাঁর থেকে মুখ ফিরিয়েছিল। বছরশেষে আচমকাই চরিত্র নির্বাচকের ডাক পান অভিনেত্রী। উড়ে যান মুম্বই। সেখানে পরীক্ষা দিয়ে চরিত্রটি পেয়েছেন। সিরিজ়ের শুটিং চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন